#কলম্বো: শ্রীলঙ্কায় থামতেই চাইছে না অশান্তি। সরকারি স্তরে বার বার অনুরোধ করেও কোনও লাভ হয়নি। শান্ত হয়নি কলম্বো। সেই কারণেই শ্রীলঙ্কার পথে এখন নেমেছে সেনা। কলম্বোর রাস্তায় সেনা মোতায়েন করা হয়েছে। পাশাপাশি, প্রশাসনের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে, প্রতিবাদীদের সরকারি সম্পত্তি নষ্ট করতে দেখলেই গুলি করতে হবে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে কার্যত মরিয়া হয়ে পড়েছে শ্রীলঙ্কার প্রশাসন।
শেষ কয়েকদিন ধরে শ্রীলঙ্কায় কার্যত তাণ্ডব চলছে। এক পক্ষের অভিযোগ, এই অশান্তির পিছনে প্রধান ইন্ধন দিয়েছেন মহিন্দা রাজাপক্ষে। তাঁর ইন্ধনেই আটজনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করছেন অনেকে। মঙ্গলবার সেই কারণেই শ্রীলঙ্কার প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে আলাদা করে শ্রীলঙ্কার সেনাবাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রনে নেওয়ার। শান্তি বজায় রাখতে কাজ করছে শ্রীলঙ্কার বায়ুসেনা ও নৌসেনা। বার বার করে ঘোষণা করা হচ্ছে, কোনও প্রতিবাদীর জন্য যদি কোনও সরকারি সম্পত্তি ধ্বংস হয়, তা হলে গুলি করা হবে। এখনও পর্যন্ত ২৫০ জন মানুষ কলম্বো শহরেই আহত হয়েছেন।
আরও পড়ুন -ভাইরাল রবীন্দ্রজয়ন্তী! 'পুরাতন ভৃত্য' আবৃত্তি করে নেট দুনিয়ায় ঝড় তুলেছেন মহিলা
পাশাপাশি, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শ্রীলঙ্কায় দেশজুড়ে কার্ফু কার্যকর করেছে শ্রীলঙ্কার সরকার। এর মধ্যেই গুজব ছড়িয়েছে রাজাপাক্ষে সহ বিভিন্ন শাসকদলের সাংসদরা পালিয়েছেন ভারতে। ভারতীয় হাই কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, এই পুরো বিষয়টি ঠিক নয়। শ্রীলঙ্কার প্রশাসন সূত্রে খবর, রাজাপাক্ষে শ্রীলঙ্কার নৌসনেরা ঘাঁটিতে আশ্রয় নিয়েছেন। তবু সে কথা বিশ্বাস করতে চান না সরকার বিরোধী প্রতিবাদীরা। তাঁরা ইতিমধ্যে কলম্বোর আন্তর্জাতিক বিমানবন্দরের রাস্তায় চেক-পয়েন্ট তৈরি করেছেন। তাঁরা বলছেন, কোনও পথ দিয়েই যাতে যেতে না পারেন সেই জন্যই এই ব্যবস্থা করেছেন।
আরও পড়ুন: ক্রেতা সুরক্ষায় নজর, রাজ্যের স্কুলে স্কুলে তৈরি নয়া ক্লাব, কী ভূমিকা ক্লাবের?
এই পরিস্থিতির পরেই শ্রীলঙ্কার রাষ্ট্রপতি বিরোধীদের অনুরোধ করেছেন, অবিলম্বে হিংসাত্মক প্রতিবাদ বন্ধ করতে। শ্রীলঙ্কা যে পরিস্থিতির মুখে পড়েছে, তা থেকে বেরিয়ে আসার জন্য আলাদা করে লড়াই করতে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Sri Lanka