#লন্ডন: অবশেষে দেশে ফিরতে চলেছেন ঋনখেলাপি মামলায় অভিযুক্ত ব্যবসায়ী নীরব মোদি৷ ভারতের এই হীরে ব্যবসায়ীকে দেশে ফিরিয়ে দেওয়ার কথা ঘোষণা করল লন্ডনের আদালত৷ পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের থেকে প্রায় ১৪০০০ কোটি টাকা ঋণখেলাপের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে৷ নীরবের বিরুদ্ধে এই বিপুল পরিমাণ টাকা জালিয়াতির অভিযোগের ওঠার আগেই একেবারে চুপিসারে গা ঢাকা দেন জনপ্রিয় হীরা ব্যবসায়ী৷ ২০১৯-র ১৯ মার্চ নীরবের বিরুদ্ধে প্রত্যর্পণ মামলা শুরু হয়৷ বারবার নীরবের জামিনের আবেদন খারিজ হয়ে যায়৷ প্রায় দু’বছর ধরে চলতে থাকা মামলায় অবশেষে ভারতে প্রত্যর্পণের অনুমতি দিল লন্ডনের এক আদালত৷ ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রের কোর্টের ডিস্ট্রিক্ট জাজ স্যামুয়েল গুজে নীবরের বিরুদ্ধে ওঠা অভিযোগ মেনে নেন এবং জানান যে, ভারতে এর বিচার হবে এবং নীরবেব বিরুদ্ধে যে যে তথ্য উঠে আসছে তাতে দোষীও সাব্যস্ত হতে পারেন তিনি৷
বিচারকের পর্যবেক্ষণ, ভারতের আর্থার রোড জেলে সঠিক সুরক্ষা ব্যবস্থা ও চিকিৎসা পরিষেবা পাবেন নীরব৷ ফলে তাকে দেশে ফেরাতে কোনও সমস্যা নেই৷
এতদিন দক্ষিণ পশ্চিম লন্ডনের ওয়েন্ডসওয়ার্থ জেলে বন্দি নীরব৷ এদিনের বিচারের সময় ভিডিও লিঙ্কের মাধ্যমেই হাজিরা দেন তিনি৷ বিচারকের নির্দেশ পাঠানো হবে ইংল্যান্ডের স্বরাষ্ট্র সচিব প্রীতি পটেলের কাছে৷ এরপর আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে উচ্চকক্ষেও আবেদন করতে পারেন নীরব৷
দেশে নীরবের বিরুদ্ধে ঋণখেলাপি এবং জালিয়াতি মামলায় তদন্ত করছে সিবিআই এবং ইডি৷ এমনকী তথ্য নষ্ট করা সহ সাক্ষীকে ভয় দেখানোর অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে৷