Home /News /international /
‘আমিই শেষ নই, এ দিনটা ছোট্ট ছোট্ট মেয়েদের স্বপ্ন দেখাচ্ছে’, ট্যুইট কমলার

‘আমিই শেষ নই, এ দিনটা ছোট্ট ছোট্ট মেয়েদের স্বপ্ন দেখাচ্ছে’, ট্যুইট কমলার

মার্কিন মাটিতে ইতিহাস রচনা করলেন আমেরিকার প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ৷

  • Last Updated :
  • Share this:

#ওয়াশিংটন: মার্কিন মাটিতে ইতিহাস রচনা করলেন আমেরিকার প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ৷ ইতিহাসই বটে, কেননা এর আগে কোনও মহিলা হোয়াইট হাইজে ভাইস-প্রেসিডেন্টের আসন সামলাননি ৷ শুধু এখানেই ইতিহাস নয়, কমলাই প্রথম যিনি অ-শ্বেতাঙ্গ ভাইস প্রেসিডেন্ট ! তার ওপর কমলা তো এদেশের মেয়েও ৷

আমেরিকার নির্বাচনের ফলাফল নিয়ে প্রথম থেকেই গোটা বিশ্ব উৎকণ্ঠায় ছিল ৷ একের পর এক ফলাফল বের হওয়ার পর গোটা বিশ্বে কপাল ভাঁজ ৷ ট্রাম্পের সঙ্গে বাইডেন ও কমলা-দের লড়াইটা ছিল শেয়ানে-শেয়ানে ৷ তবে কথায় আছে না, যার শেষ ভালো, তাঁর সব ভালো৷ ট্রাম্পের বিরোধিরা যেন এটাই বলছিলেন বার বার ৷ আর তাই শেষ হাসি হাসলেন বাইডেন ও কমলা-ই৷ফলাফল ঘোষণা হওয়ার পর সাংবাদিক বৈঠকে দাঁড়িয়ে এই ইতিহাস রচনার কথা, খুব সুন্দরভাবে তুলে ধরলেন কমলা৷ সেই বক্তব্যের এক ফালি ভিডিও-ও ট্যুইট করলেন তিনি ৷
কমলার কথায়, ‘আজকের রাতে প্রত্যেকটি ছোট্ট ছোট্ট মেয়েদের চোখে স্বপ্ন ৷ স্বপ্ন এটাই যে এই আমেরিকা সম্ভাবনাময় দেশ ৷ আমিই প্রথম মহিলা থাকব না যে এই আসনে বসেছি, আমিই তাঁর শেষ হবো না ৷ এটা শুধুই শুরু ৷ এই ধারা চলতেই থাকবে ৷ ’ এক ফালি ভিডিওতে কমলা তাঁর নাতনি বললেন, ‘তোমার যখন বয়স ৩৫ হবে, তখন তুমিই আমেরিকার প্রেসিডেন্ট পদের যোগ্য হয়ে উঠবে !’
Published by:Akash Misra
First published:

Tags: Kamala Harris, US election, USA