#করাচি: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান, তাঁর ব্যক্তিগত জীবনের জন্য সব সময়ই খবরের শিরোনামে থাকেন ৷ ইমরানের বিবাহিত জীবন, ডিভোর্স সব সময়ই গুঞ্জন তৈরি করে খবরের জগতে ৷ তবে এবার বড়সড় অভিযোগ উঠল ইমরান খানের বিরুদ্ধে ৷ পাকিস্তানের এক টিভি সঞ্চালক ইমরান খানের বিরুদ্ধে অভিযোগ এনেছেন যে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ব্লগার সিন্থিয়া ডনের সঙ্গে অভব্য আচরণ করেন ৷ শুধু তাই নয়, সিন্থিয়া ডনের সঙ্গে যৌনতায় লিপ্ত হওয়ার ইচ্ছেও নাকি প্রকাশ করেছিলেন ইমরান !
টিভি সঞ্চালক আলি সেলিমের মন্তব্য অনুযায়ী, বহুদিন থেকে সিন্থিয়াকে চেনেন প্রধানমন্ত্রী ইমরান খান ৷ এমনকী, সিন্থিয়ার সঙ্গে একবার রুমও শেয়ার করেছিলেন ইমরান ৷ আর সেই সময়ই সিন্থিয়ার সঙ্গে যৌনতায় লিপ্ত হওয়ার ইচ্ছে প্রকাশ করেন নাকি ইমরান খান ৷ অন্যদিকে, টিভি সঞ্চালক আলি সেলিম সিন্থিয়ার আনা আরেক অভিযোগ যে, পাকিস্তানের মন্ত্রী রহমান মালিক তাঁকে ধর্ষণ করেছে, তা খারিজ করে ৷
কে এই সিন্থিয়া?
সিন্থিয়া ডন ৷ মার্কিন নাগরিক ৷ যিনি পাকিস্তানে কাটিয়েছেন প্রায় ১০ বছর ৷ পেশায় ব্লগার, রিসার্চর, এবং সিনেমার প্রযোজক ৷ এই সুবাদেই পাকিস্তান পিপলস পার্টির নেতাদের সঙ্গে তাঁর সু-সম্পর্ক ছিল৷ কিন্তু হঠাৎই এই সম্পর্ক তিক্ত হয়ে যায় ৷ আর তার পরেই সোশ্যাল মিডিয়ায় নেতা-মন্ত্রীদের নামে অভিযোগ আনতে শুরু করেন সিন্থিয়া ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Cynthia Ritche, Imran Khan, Pakistan