#করাচি : পাকিস্তানে (Pakistan) যা কিছুই হতে পারে৷ আর প্রতিবেশী দেশের সেই সব আজব ঘটনার ভিডিও ভাইরাল (viral video) হতে মুহূর্তও সময় নেয় না৷ সম্প্রতি সিন্ধ বিধানসভার (Sindh Assembly) একটি ভিডিও দেশের সীমা অতিক্রম করে নেটিজেনদের দৌলতে সর্বত্র ছড়িয়ে পড়েছে৷ সোমবার দিন ইমরান খানের (Imran Khan) দলের বিধায়করা বিধানসভায় এক আজব পদ্ধতিতে প্রতিবাদ করে৷ পিটিআইয়ের সিন্ধ বিধানসভার এক বিধায়ক বিধানসভা কক্ষেই একটি খাটিয়া নিয়ে চলে আসেন৷ বিধায়ক বোঝাতে চেয়েছিলেন গণতন্ত্রের শবযাত্রা চলছে, আর তার জন্যেই খাটিয়া নিয়ে বিধানসভায় চলে আসেন! এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়৷
বিধানসভার অধিবেশনের সময় পিটিআইয়ের সদস্যকে তাঁর বক্তব্য রাখার সময় দেওয়া হয়নি৷ বিধায়ক এই ঘটনার বিরোধ করেন৷ এই সময় লোকতন্ত্র শবদেহ বহন হচ্ছে এই বলে মুখে আওয়াজও তোলেন৷ এই ভিডিও পুরো দেখা যাচ্ছে কীভাবে বিধানসভা কক্ষে অধিবেশন চলাকালীন খাটিয়া নিয়ে কিভাবে স্পিকারের আসনের দিকে তিনি যাচ্ছিলেন৷ তবে তাঁর অভিসন্ধি কার্যকর হয়নি৷ নিরাপত্তারক্ষীরা তাঁকে ধরে বিধানসভা কক্ষের বাইরে বার করে দেন৷
সিন্ধ বিধানসভার অধ্যক্ষ আগা সিরাজ খান দুরানি নিজের মার্শালদের আদেশ দেন খাটিয়াটা সদনের বাইরে বার করে দেওয়ার৷ তিনি বিধায়কদের কাছে আবেদন করেন তাঁরা যেন ভবনের সম্মান ক্ষুন্ন না হতে দেন৷ স্পিকার হলেন পিটিআই বিধায়ক সদনের শুদ্ধতার খণ্ডন করেছেন৷
দেখুন সেই ভিডিও-
Charpoy protest in Sindh assembly pic.twitter.com/hJxJzYpvUU
— Murtaza Ali Shah (@MurtazaViews) June 29, 2021
এই পুরো বিবাদের সময় প্রান্তীয় মন্ত্রী নাসির হুসেন শাহ ও মুকেশ কুমার চাওলা সাংবাদিকদের সুরক্ষা বিষয়ক বিল পেশ করেন৷ যা সদনে পাস হয়ে যায়৷ মুকেশ কুমার চাওলা এভাবে খাটিয়া নিয়ে প্রতিবাদের বিরুদ্ধে নিজের বিরূপতা প্রকাশ করেন৷ তিনি উল্টে অভিযোগ করেন ইমরান খানের পিটিআই আসলে গণতন্ত্রের হত্যা করছে৷ সদনে প্রবল অস্থিরতা তৈরি হয়৷ এরপর বিধানসভার স্পিকার ২৯ জুন অবধি অধিবেশন স্থহিত করে দেন৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Pakistan, Viral Video