#করাচি:
দিনকয়েক আগেই করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান আইসোলেশনে ছিলেন বলে জানিয়েছিল পাকিস্তানের মিডিয়া। কিন্তু এবার জানা যাচ্ছে, করোনা আক্রান্ত হওয়ার পর একটি মিটিংয়ে অংশ নিয়েছেন ইমরান খান। করোনা আক্রান্ত হওয়ার পর নিজের বাড়িতেই মিডিয়া টিমের সঙ্গে একটি মিটিংয়ে অংশ নিয়েছেন তিনি। তারপর থেকেই সমালোচনার মুখে পড়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা বিবি কিছুদিন আগেই করোনা টেস্টে পজিটিভ হয়েছিলেন। গত শনিবার রিপোর্ট হাতে পাওয়ার পর কোয়ারেন্টাইনে যান সস্ত্রীক ইমরান খান। কিন্তু তারপরেও তিনি কি করে সহকারীদের সঙ্গে আলোচনায় অংশ নিলেন, তা নিয়ে উঠছে প্রশ্ন।চিনের ভ্যাকসিন সিনোফর্ম নিয়েছিলেন ইমরান খান। কিন্তু সেই চাইনিজ টিকা নেওয়ার কিছুদিনের মধ্যেই তিনি করোনা আক্রান্ত হয়েছিলেন। পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রী শিবলি ফরাজ, সাংসদ ফাইজাল জাবেদ সহ আরো অনেকে এদিন ইমরান খানের সঙ্গে বৈঠকে অংশ নিয়েছিলেন। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ওই ছবিতে ইমরান খান তাঁদের কাছাকাছি বসে কথা বলছেন বলেও দেখা গিয়েছে। পাকিস্তানের সংবাদমাধ্যম জানিয়েছে, বৃহস্পতিবার বনিগলায় নিজের বাড়িতেই এই বৈঠকে অংশ নিয়েছিলেন ইমরান খান। দেশের প্রধানমন্ত্রী নিজেই কোভিড বিধি ভাঙায় প্রশ্ন তুলেছে পাকিস্তানের সংবাদমাধ্যমের একাংশ।
এদিকে পাকিস্তানের করোনা পরিস্থিতিও দিনের পর দিন খারাপ হচ্ছে। গত ২৪ ঘন্টায় সেখানে নতুন করে চার হাজার মানুষ সংক্রমিত হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। কোভিড প্রটোকল ভাঙায় অনেকেই ইমরান খানের শাস্তির দাবি করেছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী করোনা আক্রান্ত হওয়ার পর আলাদা বাড়িতে ছিলেন। কিন্তু সেখানে কি করে তিনি সতীর্থদের ডেকে বৈঠকে অংশ নিতে পারেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। অনেকে আবার জানিয়েছেন, ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি বৈঠক করতে পারতেন। কিন্তু কোয়ারেন্টাইন বা আইসোলেশনে থাকাকালীন প্রধানমন্ত্রী কী করে সশরীরে আরও পাঁচজনের সঙ্গে বৈঠকে অংশ নিলেন!
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Corona positive, Coronavirus, COVID-19, Imran Khan