#ইসলামাবাদ: তাঁর সরকার ফেলে দিতে চক্রান্ত করছে কোনও বিদেশী শক্তি৷ শুধু তাই নয়, ছাগলের কেনার মতো বিরোধী নেতাদেরও কেনা হচ্ছে বলে অভিযোগ করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)৷
রবিবার পাকিস্তানের (Pakistan Crisis) সংসদে আস্থা ভোটে ইমরানের সরকারকে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে৷ তার আগে এ দিন পাকিস্তানের প্রধানমন্ত্রী (Imran Khan) বলেন, 'বিদেশী চক্রান্তকারীরা পাকিস্তানের রাজনীতিবিদদের ছাগলের মতো নিলামে তুলছে৷' এই বিশ্বাসঘাতক নেতাদের ক্ষমা না করার জন্য পাকিস্তানের যুবসমাজের কাছেও আহ্বান জানিয়েছেন ইমরান৷
আরও পড়ুন: শ্রীলঙ্কায় সংকট মেটাতে পাশে দাঁড়াল ভারত, বিপুল তেল, খাদ্য সামগ্রী নিয়ে পৌঁছে যাচ্ছে ভারত
তাঁর সরকারকে ফেলে দেওয়ার জন্য আমেরিকাই চক্রান্ত করছে বলে আকারে-ইঙ্গিতে অভিযোগ করেছেন ইমরান৷ তাঁর দাবি, কয়েক হাজার কোটি টাকায় বিক্রি হয়ে গিয়েছেন পাকিস্তানের বিরোধী নেতারা৷
ইমরান দাবি করেছেন, রাশিয়ার উপরে আমেরিকা সহ পশ্চিমী দেশগুলি যেভাবে নিষেধাজ্ঞা চাপিয়েছে, তাঁদের উপরেও একই ধরনের নিষেধাজ্ঞা চাপার ভয়েই এই কাজ করেছেন পাকিস্তানের বিরোধী নেতারা৷
আরও পড়ুন: বাংলা, সিরাজদৌল্লার কথা ইমরান খানের মুখে! সাফ জানালেন, 'ইস্তফা দিচ্ছি না'
ইমরান খান আরও দাবি করেছেন, বিদেশী চক্রান্তকারীরা যে তাঁর সরকার ফেলে দেওয়ার চক্রান্ত করছে, তার প্রমাণ হিসেবে একটি চিঠি তিনি পাকিস্তানের সিনিয়র সাংবাদিক এবং জোট সদস্যদের হাতে তুলে দেবেন৷
পাকিস্তানের সংসদে ইতিমধ্যেই সংখ্যালঘু হয়ে পড়েছে ইমরান খানের সরকার৷ কারণ ইমরানের দলের প্রধান জোট সঙ্গী এমকিউএম-পি পাকিস্তানের প্রধান বিরোধী দল পিপিপি-র সঙ্গে হাত মিলিয়েছে৷ শুধু তাই নয়, ইমরানের দলেরই একাধিক সাংসদ বিরোধী শিবিরে নাম লিখিয়েছেন বলে খবর৷ পাকিস্তানের তৃতীয় প্রধানমন্ত্রী হিসেবে আস্থা ভোটের মুখোমুখি হতে হচ্ছে ইমরানকে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Imran Khan, Pakistan