হোম /খবর /বিদেশ /
দেখুন ভিডিও: মঙ্গলগ্রহে বরফে ঠাসা বিরাট গর্ত! প্রাণের আশায় উচ্ছ্বসিত বিজ্ঞানীরা

দেখুন ভিডিও: মঙ্গলগ্রহে বরফে ঠাসা বিরাট গর্ত! এ বার জল ও প্রাণের আশায় উচ্ছ্বসিত বিজ্ঞানীরা

মঙ্গলগ্রহে বরফে ঠাসা গর্ত-- Image Source: ESA

মঙ্গলগ্রহে বরফে ঠাসা গর্ত-- Image Source: ESA

ভিডিওটি প্রকাশ করেছে ইউরোপিয়ান স্পেস এজেন্সি৷ যা মঙ্গল গ্রহে প্রাণের সম্ভাবনাকে আরও উজ্জ্বল করছে৷ মঙ্গলগ্রহে একটি বরফের হ্রদ৷ লালগ্রহে ওই বরফ-হ্রদই ফের প্রাণের আশা জাগাচ্ছে৷ গবেষকদের আশা, জলের উত্‍স রয়েছে মঙ্গলগ্রহে৷

  • Last Updated :
  • Share this:

#প্যারিস: মহাকাশ গবেষকরা জোর কদমে পৃথিবীর বাইরে প্রাণের খোঁজ চালিয়ে যাচ্ছেন৷ ২০২০ সালটা পৃথিবীবাসীর কাছে বড়ই কষ্টকর৷ তারই মধ্যে ভিনগ্রহে প্রাণের সন্ধানে নতুন সভ্যতার তত্ত্বতালাশ৷ এই সম্মিলিত গবেষণায় মিলল একটি সুখবর৷ খবরটি একটি ভিডিওকে ঘিরে৷

ভিডিওটি প্রকাশ করেছে ইউরোপিয়ান স্পেস এজেন্সি৷ যা মঙ্গল গ্রহে প্রাণের সম্ভাবনাকে আরও উজ্জ্বল করছে৷ ভিডিওটিতে দেখা যাচ্ছে, মঙ্গলগ্রহে একটি বরফের হ্রদ৷ লালগ্রহে ওই বরফ-হ্রদই ফের প্রাণের আশা জাগাচ্ছে৷ গবেষকদের আশা, জলের উত্‍স রয়েছে মঙ্গলগ্রহে৷

ESA-র মার্স এক্সপ্রেস এই ছবিটি তুলেছে৷ ৮২ কিমি প্রস্থ ও ১.৮ কিমি গভীর ওই গর্ত আসলে নন-পোলার বরফের বিরাট একটি রিজার্ভয়ার বা আধার৷ ইউরোপিয়ান স্পেস এজেন্সি জানাচ্ছে, এর আগের বিভিন্ন গবেষণায় মঙ্গলগ্রহের কোনও কোনও জায়গায় হঠাৎ জল প্রবাহের ইঙ্গিত পাওয়া গেলেও এই প্রথম সেখানে স্থায়ী জলাধারের অস্তিত্ব পাওয়ার কথা বলা হচ্ছে। বাতাসের ঘনত্ব কম হওয়ার কারণে ঠান্ডায় জলাধারটি বরফের নীচে আটকা পড়েছে বলে মনে করছেন বিজ্ঞানীরা৷

মার্স এক্সপ্রেস নামে যে মহাকাশযান মঙ্গলের কক্ষপথে আবর্তন করছে, তার ভেতরে মারসিস নামে একটি রেডার মঙ্গলের ওই বরফ-আধারের ভিডিও তুলেছে।

Published by:Arindam Gupta
First published:

Tags: Kolorev Crater, Mars, Mars Planet