#করাচি: মাঠে এমন পরিস্থিতিতে তিনি বারবার পড়েছিলেন। লড়েছেন, কামব্যাক করেছেন। এটাও তো একপ্রকার মাঠ। রাজনীতির আঙিনা। এখানেও ইমরান খানকে হারানো যাবে না এত সহজে! সাঁড়াশি চাপের মাঝেও একটুও দমলেন না পাক প্রধানমন্ত্রী ইমরান খান।
তাঁর বিরুদ্ধে ইতিমধ্যে অনাস্থা প্রস্তাব পেশ করেছে বিরোধী জোট। ইমরান সরকারের অন্যতম জোটসঙ্গী মুত্তাহিদা কউমি মুভমেন্ট (MQM-P) সমর্থন প্রত্যাহার করেছে। বালোচিস্তান আওয়াম পার্টিও মুখ ফিরিয়ে নিয়েছে। এমন পরিস্থিতিতে পাকিস্তানের সংসদে ইমরান সরকার কার্যত সংখ্যালঘু। তবুও ইমরান খান জাতির উদ্দেশে দেওয়া ভাষণে সাফ জানিয়ে দিলেন, ইস্তফা দেওয়ার পাত্র তিনি নন।
আরও পড়ুন- শ্রীলঙ্কায় হাহাকার! অন্ধকারে ডুবে গেল গোটা দেশ, থমকে গেল গাড়ি, হঠাৎ ভয়ঙ্কর বিপদ
এদিন জাতির উদ্দেশে ভাষণে ইমরান খান বলেছেন, ''আমি ২০ বছরের বেশি সময় ধরে ক্রিকেট খেলেছি। কোনওদিন হারার আগে হারিনি। শেষ বল পর্যন্ত টিকে থাকতে শিখেছি। এবারও তাই করব। অনেকে আমাকে ইস্তফা দেওয়ার কথা বলেছে। কিন্তু আমি সেটা করব না। ইস্তফা আমি দেব না। ভোটের ফল যা-ই হোক। আমি আমার সিদ্ধান্তে অনড় থাকব।''
৩ এপ্রিল পাক সংসদে আস্থা ভোট। আর সেই ভোটে জিততে মরিয়া ইমরান। তিনি এদিন পাকিস্তানের আওয়ামের সমর্থন পেতে আবেগকে হাতিয়ারও করলেন। পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক বললেন, ''যুবসমাজকে আমরা কী শিখিয়ে যাব! ওরা জানবে দেশের জনপ্রতিনিধিরা টাকার বিনিময়ে দেশ বিক্রি করেছিল। দেশের সার্বভৌমত্ব রক্ষায় ব্যর্থ হয়েছিল জনপ্রতিনিধিরা। বিরোধীরা জেনে রাখুক, মানুষ কিছু ভোলে না। মীরজাফর এবং মীর সাদিকের ইতিহাস সবাই জানে। মীরজাফর ছিল বিশ্বাসঘাতক। ইংরেজের সঙ্গে হাত মিলিয়ে বাংলা দখল করেছিল। বিশ্বাসঘাতকদের জন্যই সিরাজদৌল্লাকে মরতে হয়েছিল। মীরজাফর স্বার্থের জন্য নিজে সম্প্রদায়ের মানুষকে পরাধীন করেছিল। টিপু সুলতানের মতো শাসকের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল মীর সাদিক।''
আরও পড়ুন- শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করবেন, পদত্যাগ করবেন না ইমরান, জানালেন পিটিআই মুখপাত্র
ইমরান খান আরও বলেন, ''পাকিস্তান বরাবর সন্ত্রাসের বিরুদ্ধে লড়েছে। সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে আমেরিকার সঙ্গী হয়ে পাকিস্তান যা ফল ভোগ করেছে তা আর কেউ করেনি। আমাকে তালিবান হিসেবে দাগিয়ে দেওয়া হয়েছে। তাও আমাকে চুপ করানো যায়নি। পাকিস্তান নাকি যথেষ্ট করেনি, এমনও বলা হয়েছে। কিন্তু পাকিস্তানের প্রতিটি জনতা জানে, সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে আমরা কী করেছি। পাকিস্তান তার মূল্য পেল না। এটাই আমার সব থেকে বড় আক্ষেপ।''
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Imran Khan, Pakistan