#ওয়াশিংটন ডিসি: উত্তর কোরিয়ার একনায়ক শাসক কিম জং উনের শারীরিক অবস্থা নিয়ে বিশ্বের জল্পনার শেষ নেই৷ কেউ দাবি করছেন, কিম মারা গিয়েছেন৷ কেউ বলছেন, কিম ভালো আছেন, সুস্থ আছেন৷ দক্ষিণ কোরিয়া যেমন স্পষ্ট জানিয়েছে, কিম জং উন ভালোই আছেন৷ এহেন জল্পনার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট এগিয়ে এলেন কিমের শারীরিক অবস্থার খবর নিয়ে৷ ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য, তিনি জানেন কিম জং উন কেমন আছেন৷
হোয়াইট হাউজে একটি সাংবাদিক সম্মেলনে ট্রাম্প বললেন, 'আমি জানি কিম জং উনের শারীরিক অবস্থা ঠিক কেমন বর্তমানে৷ খুব শীঘ্রই আপনাদের জানাবো৷ আমি এখনই পুরোটা বলছি না৷ আমি জাস্ট ওঁর (কিম জং উন) সুস্থতা কামনা করছি৷'
LIVE: President @realDonaldTrump holds a news conference https://t.co/K1T3F5RpnM
— The White House (@WhiteHouse) April 27, 2020
ট্রাম্প আরও বলেন, 'আমার সঙ্গে কিম জং উনের সম্পর্ক খুবই ভালো৷ আমি প্রেসিডেন্ট না হলে, আপনারা উত্তর কোরিয়ার সঙ্গে যুদ্ধ শুরু করে দিতেন৷ আমার আশা উনি ভালো আছেন৷ খুব শীঘ্রই সব জানাবো৷'
কিম জং উনকে নিয়ে নানা গুজব ছড়াচ্ছে৷ তবে চিনের সংবাদমাধ্যম দাবি করে, কিমের চিকিত্সা চলছে পিয়ংইয়ং থেকে দেড়শো কিমি দূরে একটি হাসপাতালে৷ এই হাসপাতালটিতে শুধু মাত্র কিম জং উন ও তাঁর পরিবারেরই চিকিত্সা হয়৷ উত্তর কোরিয়ার তাবড় ডাক্তাররা কিমের চিকিত্সা করছেন৷ দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায় ইন-এর শীর্ষ নিরাপত্তা উপদেষ্টা জানালেন, কিম জং উন বেঁচে আছেন এবং ভালো আছেন৷
তিনি আরও জানিয়েছেন, উত্তর কোরিয়ার পূর্বে রিসর্ট টাউন ওনসানে গত ১৩ এপ্রিল থেকে রয়েছেন কিম৷ এমনকী কোনও রকম সন্দেহজনক গতিবিধিও ধরা পড়েনি৷
গত ১৫ এপ্রিল উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা ও কিমের পিতামহ কিম জং ইল সাং-এর জন্মদিনে কিম জং উনকে দেখা যায়নি৷ সেই থেকেই তাঁর শারীরিক অবস্থা নিয়ে জল্পনা শুরু হয়৷ গত ১১ এপ্রিল থেকেই কিম জং উনকে প্রকাশ্যে দেখা যায়নি৷ দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের অফিস থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে, 'কোনও বিশেষ সন্দেহজনক গতিবিধি আমাদের চোখে পড়েনি এখনও পর্যন্ত৷'
উত্তর কোরিয়ার সংবাদমাধ্যম Daily NK জানিয়েছে, কিম দ্রুত সুস্থ হয়ে উঠছেন৷ একটি হার্ট সার্জারি হয়েছিল তাঁর৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Donald Trump, Kim Jong Un, North Korea