Home /News /international /

লেবার রুমে সদ্যজাতর কান্না শুনেই জ্ঞান হারালেন বাবা ! ছবি পোস্ট করলেন স্ত্রী

লেবার রুমে সদ্যজাতর কান্না শুনেই জ্ঞান হারালেন বাবা ! ছবি পোস্ট করলেন স্ত্রী

স্ত্রীয়ের ডেলিভারির সময় স্বামীকে থাকতে দেওয়া হয় অপারেশন রুমে। কিন্তু বাচ্চা জন্মানোর পরই ঘটে যায় অবাক কাণ্ড।

 • Share this:

  #ওয়াশিংটন: মা হওয়া বা মাতৃত্ব অনুভব করা জীবনের সব থেকে বড় পাওয়া। কিন্তু এই পাওয়ার ভাগিদার এখন শুধু আর মা একা নন। বাবাও সমান অধিকারী। মায়ের গর্ভে বাচ্চা আসার সময় থেকেই মানসিক ভাবে সেই জিনিস বয়েই নিয়ে চলে বাবাও। বাচ্চা এখন শুধু মায়ের একার কষ্টের নয়।

  বর্তমান সময়ে চিকিৎসা ব্যবস্থাও হয়েছে উন্নত। এখন ডেলিভারির সময় বাবাকেও থাকতে দেওয়া হয় অপারেশন থিয়েটারে। পুরো শরীর অবশ না করেই করা হয় অপারেশন বা সিজার। মহিলার সঙ্গে এই সময় তাঁর স্বামী থাকতে পারেন। মনের জোর বাড়ানোর জন্যই এই পদ্ধতি অবলম্বণ করেছে। কিন্তু আমেরিকার এক হাসপাতালে এক মজার কাণ্ড ঘটেছে। স্ত্রীয়ের ডেলিভারির সময় স্বামীকে থাকতে দেওয়া হয় অপারেশন রুমে। কিন্তু বাচ্চা জন্মানোর পরই ঘটে যায় অবাক কাণ্ড। বাচ্চা কেঁদে ওঠার সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গেলেন স্বামী। এই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন স্ত্রী নিজে। তিনি লিখেছেন, দেখুন কাণ্ড, আমাকে সাপোর্ট দিতে এসে নিজেরই এই অবস্থা।" এই ছবি এখন ভাইরাল।

  photo source facebook photo source facebook
  Published by:Piya Banerjee
  First published:

  Tags: Delivery room, Instagram, Viral Video

  পরবর্তী খবর