corona virus btn
corona virus btn
Loading

স্বামীর কোলে লাফিয়ে উঠে স্ত্রী ব্যস্ত TikTok ভিডিও তৈরিতে, আর বাচ্চা যা করল ভয়াবহ

স্বামীর কোলে লাফিয়ে উঠে স্ত্রী ব্যস্ত TikTok ভিডিও তৈরিতে, আর বাচ্চা যা করল ভয়াবহ
Photo Courtesy- Instagram/ Video Grab

প্রেমকে করছেন ফ্রেমবন্দি, আর তা তুলে দেবেন সোশ্যাল মিডিয়ায়

  • Share this:

#একতেরিনবার্গ:  বাবা-মা ব্যস্ত ভিডিও তৈরিতে ৷ হালফ্যাশনের Tik Tok ভিডিও তৈরির জন্য মা খাট থেকে লাফিয়ে উঠছেন বাবা-র কোলে  ৷ সে কী প্রেম সে কী প্রেম ৷ এদিকে পিছনে কী ঘটে যাচ্ছে তাতে নজর নেই ৷ তাদের তিন বছরের ছোট বাচ্চা তার দোতলা খাটের ওপর থেকে লাফ দিল ৷ ঠিক যে কায়দায় তার মা বিছানা থেকে লাফ দিল তার বাবার কোলে ৷

এরপর শিশুটি সৌভাগ্যবশত গদির ওপর পড়ে ৷ তারপর সামারসল্টও দেয় বাচ্চাটি ৷ কিন্তু বিপদ কিছু ঘটেনি ৷ এই ভিডিওটি নিজের সোশ্যাল অ্যাকাউন্টে পোস্ট করেন রাশিয়ার বোনর গ্যাব্রিয়েল নামের ভদ্রমহিলা  ৷ নিজের উদ্দাম ভিডিও ভাইরাল হবে ভেবে ভিডিও পোস্ট করেছিলেন ৷ কিন্তু নেটিজেনরা বেজায় চটেছেন , মূল ভিডিও-র পিছনের ছবি দেখে ৷ বাবা-মায়ের উদ্দাম প্রেমে যদি বড় বিপর্যয় ঘটে যেত তাহলে কী হত ৷ একটি শিশুর সুরক্ষার দিকে কী করে তার বাবা-মা এরকম অযত্ন করতে পারেন সকলের সেটাই প্রশ্ন ৷ দেখে নিন সেই মারাত্মক ভিডিও ৷

 
আরও দেখুন
First published: August 14, 2019, 11:24 AM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर