#ফ্লোরিডা: কিউবার পর এবার ফ্লোরিডায় ইরমার তাণ্ডব। ঘণ্টায় দুশো কিলোমিটারের উপর গতিবেগে আছড়ে পড়ল ঘূর্ণিঝড়। এখনও পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর মিলেছে। গতি বাড়িয়ে ইরমার ক্যাটেগরি ফোর থেকে ফাইভ হতে পারে বলেও আশঙ্কা আবহবিদদের।
পূর্বাভাস ছিলই। তবে বাস্তবটা যে কতটা ভয়ঙ্কর, তা টের পাওয়া গেল সকাল হতেই। ফ্লোরিডার দক্ষিণ উপকূলে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় ইরমা। শুরু হয় প্রবল বৃষ্টি। সমুদ্রের উপর দিয়ে ধেয়ে আসায়, জলোচ্ছ্বাসে ভেসে যায় উপকূলবর্তী এলাকা। অনেক বাড়িতেও জল ঢুকে যায়। বিদ্যূৎহীন হয়ে পড়ে বিস্তীর্ণ এলাকা। ইরমার তাণ্ডবে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়বে বলে আশঙ্কা আবহাওয়াবিদদের।
বহু মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের মধ্যে প্রচুর ভারতীয়ও আছেন। উপকূলবর্তী এলাকায় জারি চরম সতর্কতা। ইতিমধ্যেই কিউবায় ইরমার তাণ্ডবে মারা গিয়েছেন পঁচিশজন। ফ্লোরিডাতেও মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।