একঝলকে দেখলে মনে হবে, একটি মানুষ কালো আলখাল্লা পড়ে ঝুলছে! পা দুটি আঁটকানো উপরে৷ গা শিউরে ওঠার জোগাড়৷ আসলে ওটা একটি বাদুড়৷ ইন্টারনেটে ভাইরাল সেই ছবি৷ নেটিজেনরা অবাক৷ এও কি সম্ভব? একটি মানুষের মাপের বাদুড় হতে পারে? অনেকে অবশ্য বিশ্বাস করতে চাইছেন না৷
Remember when I told y'all about the Philippines having human-sized bats? Yeah, this was what I was talking about pic.twitter.com/nTVIMzidbC
— Alex is crying to Purple Rain (@AlexJoestar622) June 24, 2020
ডেইলি মেল-এ প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ছবিটি ফিলিপিন্সের৷ এই ধরনের বাদুড় নিরামিষাশী হয়৷ সাধারণত ফল খেয়ে বেঁচে থাকে৷ এশিয়ার বহু দ্বীপে এই প্রজাতির বাদুড় দেখা যায়৷ এরা অন্যান্য বাদুড়ের চেয়ে বড় তো হয়ই, এদের ডানার মাপ কম করে ৫ ফুট হতে পারে৷ ফলে ছবিতে এত বড় মাপের দেখায়৷ অনেকে বলছেন, ফটোগ্রাফারের হাতের কারসাজিতেও এতটা বড় দেখাতে পারে বাদুড়টিকে৷
Let me clear things up for a bit
1. It's a 6 year-old human-sized or like about that of a small dog (check the replies) 2. 5.58 is the wingspan, not it's height 3. I apologise for using "human-sized." It was how it was referred to me for a very long time and I believed it+ — Alex is crying to Purple Rain(@AlexJoestar622) June 26, 2020
টুইটারে এই বাদুড়ের ছবি ইতিমধ্যেই ১.৯ লক্ষ বার রিটুইট হয়েছে ও ২.৭ লক্ষ লাইক পড়েছে৷ ছবিটির ক্যাপশন আরও গা ছমছমে৷ লেখা রয়েছে, 'মনে আছে, তোমায় বলেছিলাম, ফিলিপিন্সে মানুষের সাইজের বাদুড় রয়েছে? এইটার কথাই বলছিলাম৷'
বেশির ভাগ মানুষই ট্যুইটারে ভয় পেয়েছেন ওই ছবিতে৷ একজন লিখছেন, 'বিষয় হল, এই বাদুড়ের ডানার সাইজ ৫.৫৮ ফুট৷ উচ্চতাও ততটাই ভয়ঙ্কর৷'
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Human Size Bat, Philippines Bat, Viral photo