#ক্যালিফোর্নিয়া: রোজকার মতোই চিড়িয়াখানার সাপেদের দেখতে এসেছে জে, চলছে খাওয়ানো- পরিচর্যা! সেদিন ভাবলেন প্রিয় অজগরের একটি ভিডিও তুলবেন! পকেট থেকে মোবাইল বের করার জন্য যেই না মুখ ঘোরালেন , সেই ঘটল বিপত্তি!
চোখের পলক যেই না সরেছে, জে-র ওপর ঝাঁপিয়ে পড়ল ইয়া বিশাল অজগরটা! ক্যালিফোর্নিয়ার রেপটাইল জু শুরু হয়েছে জে-র হাত ধরেই, বলা চলে সাপ-সরীসৃপ নিয়েই জে ব্রিউয়ারের ওঠা-বসা, তবু এহেন আকষ্মিক ঘটনায় তাঁর পিলে চমকে উঠেছিল! যখন সাপটি আক্রমণ করে জে-কে, তখন তাঁর মোবাইল অন ছিল, কাজেই গোটা ঘটনাই শ্যুট হয়, তিনি সেই ভিডিও নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেছেন। জানিয়েছেন সাপের হামলায় তিনি ব্যথাও পেয়েছেন দেখুন সেই ভিডিও--
View this post on Instagram
জে-র ভাষায়, '' যখন অজগরটার কাছে যাই, তখন সেটি কাঠের বাক্সে গুটিসুটি মেরে ঘুমোচ্ছিল। যেই না আমার চোখ সরেছে. সাপটা আমার ওপর ঝাঁপিয়ে পড়ে! সত্যিই খুব স্মার্ট!'' ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই নিমেষে ভাইরাল! কয়েক ঘণ্টার মধ্যেই ভিউ ৮ লাক ছাড়িয়েছে, লাইক ১ লাখের বেশি। নেটিজেনরা সিউড়ে উঠছেন সাপের কীর্তি দেখে, জে-র সাহসের তারিফ করতেও ভোলেননি!