#ক্যালিফোর্নিয়া: সাপ নিয়ে খেলা কোনও ছেলে খেলা নয়, জাত গোখরো, কেউটে এই সব নাম শুনলেই কেমন একটা আতঙ্কের চোরাস্রোত বয়ে যায়৷ তবে এই সাপের হাত থেকে কোনওরকমে প্রাণে বাঁচলেন এক ব্যক্তি৷ জে ব্রিউয়ার নামের এক ব্যক্তি বিশালকৃতি সাপের হাত থেকে কোনওক্রম প্রাণে বাঁচার এক ভয়াল মুহূর্তের ভিডিও পোস্ট করলেন৷
ক্যালিফোর্নিয়ার রেপটাইল জু অর্থাৎ সরীসৃপ চিড়িয়াখানার প্রতিষ্ঠাতা মিস্টার ব্রিউয়ার৷ তিনি নিজের সাপ নিয়ে অভিজ্ঞতা শেয়ার করেছেন৷ তাঁর সোশ্যাল হ্যান্ডেলে বিভিন্ন রকমের সাপদের ছবি পোস্ট করতেই থাকেন৷ তাতে বিভিন্নরকমের সোশ্যাল মিডিয়ায় এই সব ভয়ের ভিডিও দেন৷ যা দেখলে আঁতকে ওঠেন দর্শকরা৷ তাঁকে বিভিন্ন বড়সড় সাপেদের মধ্যে থাকতেই হয়৷ সম্প্রতি তাঁর একটি সাপের ভিডিও দেখলে হাড়ে হাড়ে হৃদকম্প হয়ে গেছে৷ তবে এটা তাঁর কাছে স্বপ্ন সত্যি হওয়া৷
ব্রিউয়ারের চাকরি অত্যন্ত ভয়ের৷ একটি বিশালাকৃতি পাইথনের ভিডিও যেটায় দেখা যাচ্ছে ওই ভয়াবহ আকারের সাপটি তাকে আক্রমণ করেছে৷
View this post on Instagram
একটি সাপের বাক্সে সাপটি কুণ্ডলী পাকিয়ে ছিল৷ জুকিপার তাকে একটি লম্বা দণ্ড দিয়ে নাড়াতেই সজোরে লাফিয়ে উঠে ফোঁস করে গেল তার চোখ লক্ষ্য করে৷ সরীসৃপ থেকে কয়েক সেকেন্ডের জন্য চোখ সরাতেই হঠাৎ এবং আচম্বিত আক্রমণ৷
কোনও ভাবে আক্রমণ থেকে নিজেকে বাঁচিয়ে নেন তিনি৷ সাপটিকে ডজ করার পর তিনি বলেছেন, ‘‘ওয়াও! ওর থেকে যেই চোখ সরিয়ে নেওয়া হয় তখনই আক্রমণ শানিয়েছে কি স্মার্ট এই সাপটি৷ ও বুঝতে পেরেছিল আমি তৈরি নেই৷ ’’
রবিবারই নিজের সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও পোস্ট করেছেন তিনি৷ একজন আবার লিখেছেন দারুণ রিফ্লেক্স ৷ একদিনের মধ্যে ভিডিওটির ভিউ প্রায় ১০ লক্ষ!
আরেকজন আবার লিখেছে আরেকটু হলেই আপনাকে ধরে নিয়েছিল৷