#টেক্সাস: বুডঢা হোগা তেরা বাপ ! হ্যাঁ, এই ৮১ বছরের বুড়ো দিব্য একথা বলতে পারেন, আজকালের নব্য নেটিজেনদের ৷ কারণ, এই বয়সেই যেভাবে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলছেন বুড়ো, সব ইউটিউবার, টিকটক ভিডিও মেকার, একেবারে শিশু তাঁর কাছে ৷
টিকটক ভিডিও আসার পর থেকেই গোটা বিশ্ব যেন বুঁদ হয়ে রয়েছে এই টিকটক ভিডিওতে ৷ নতুন নতুন কায়দায় টিকটক ভিডিও করে সবার নজরে আসার জন্য যেন সব সময়ই লড়াই চলছে সোশ্যাল মিডিয়ায় ৷ আর এই লড়াইয়ে এবার ঢুকে পড়লেন ৮১ বছরের স্টিফেন অস্টিন ৷
স্টিফেন মূলত, টিকটকে নানা ধরনের রান্নার রেসিপি শেয়ার করে থাকেন ৷ ইতিমধ্যেই স্টিফেনের ফলোয়ার সংখ্যা ৫ লাখ ৯২ হাজার ফলোয়ার !
দেখুন স্টিফেনের ভিডিও----
@omsteveCooking with Steve ##fyp ##foryou ##foryoupage ##oldmansteve ##cooking ♬ original sound - omsteve
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Tik Tak Video