#ব্রাজিল: ব্রাজিলের সাও পাওলো শহরে রাস্তার ধারে ঘুমোচ্ছিলেন ব্যক্তি ৷ সেই সময় জীবন্ত অবস্থায় পুড়িয়ে মারার ঘটনা সামনে এল ৷ জানা গিয়েছে, ৩৯ বছরের এক ব্যক্তি রাতে রাস্তার ধারে গদি বিছিয়ে ঘুমোচ্ছিলেন ৷ সেই সময় অজ্ঞাতপরিচয়ের এক ব্যক্তি তার উপর দাহ্য পদার্থ ঢেলে আগুন জ্বালিয়ে দিলেন ৷ ৭০ শতাংশ পুড়ে যায় ওই ব্যক্তি ৷ এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হলেও শেষ রক্ষা করা যায়নি ৷ চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয়েছে ৷
ইংরেজি একটি সংবাদমাধ্যমের প্রকাশিত খবর অনুযায়ী, মৃত ব্যক্তির নাম কার্লোস রবার্টো ৷ এদিক ওদিক সামান্য কিছু কাজ করে দিন কাটাতেন ওই ব্যক্তি ৷ রাতে রাস্তায় ঘুমোতেন ৷ ঘটনাটি ঘটেছে সোমবার মাঝরাতে ৷
রাস্তার সিসিটিভি ক্যামরায় কার্লোসকে জীবন্ত জ্বালানোর পুরো ঘটনা ধরা পড়েছে ৷ ভিডিওতে দেখা গিয়েছে, এক ব্যক্তি এসে কার্সোলের গায়ে লিক্যুই জাতীয় কিছু ঢেলে দেয় এবং লাইটার দিয়ে আগুন লাগিয়ে দেয় ৷ এবং সেখান থেকে পালিয়ে যায় অভিযুক্ত ৷
চিকিৎসকেরা জানিয়েছেন, ওই ব্যক্তির ৭০ শতাংশ জ্বলে গিয়েছিল ৷ সিসিটিভি ফুটেজের মাধ্যমে অভিযুক্ত ব্যক্তিতে ধরা চেষ্টা করা হচ্ছে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷ ঠিক কী কারণে এরকম নৃশংসভাবে তাকে খুন করা হয়েছে ত নিয়ে ধন্ধে পুলিশ ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Brazil, Man Sets On Fire