হোম /খবর /বিদেশ /
রাস্তার ধারে শুয়ে থাকা ব্যক্তির উপর পেট্রোল ঢেলে জ্যন্ত জ্বালিয়ে দিল ‍‍

রাস্তার ধারে শুয়ে থাকা ব্যক্তির উপর পেট্রোল ঢেলে জ্যন্ত জ্বালিয়ে দিল, দেখুন ভয়ঙ্কর ভিডিও

জানা গিয়েছে, ৩৯ বছরের এক ব্যক্তি রাতে রাস্তার ধারে গদি বিছিয়ে ঘুমোচ্ছিলেন ৷ সেই সময় অজ্ঞাতপরিচয়ের এক ব্যক্তি তার উপর দাহ্য পদার্থ ঢেলে আগুন জ্বালিয়ে দিলেন ৷

  • Last Updated :
  • Share this:

#ব্রাজিল: ব্রাজিলের সাও পাওলো শহরে রাস্তার ধারে ঘুমোচ্ছিলেন ব্যক্তি ৷ সেই সময় জীবন্ত অবস্থায় পুড়িয়ে মারার ঘটনা সামনে এল ৷ জানা গিয়েছে, ৩৯ বছরের এক ব্যক্তি রাতে রাস্তার ধারে গদি বিছিয়ে ঘুমোচ্ছিলেন ৷ সেই সময় অজ্ঞাতপরিচয়ের এক ব্যক্তি তার উপর দাহ্য পদার্থ ঢেলে আগুন জ্বালিয়ে দিলেন ৷ ৭০ শতাংশ পুড়ে যায় ওই ব্যক্তি ৷ এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হলেও শেষ রক্ষা করা যায়নি ৷ চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয়েছে ৷

ইংরেজি একটি সংবাদমাধ্যমের প্রকাশিত খবর অনুযায়ী, মৃত ব্যক্তির নাম কার্লোস রবার্টো ৷ এদিক ওদিক সামান্য কিছু কাজ করে দিন কাটাতেন ওই ব্যক্তি ৷ রাতে রাস্তায় ঘুমোতেন ৷ ঘটনাটি ঘটেছে সোমবার মাঝরাতে ৷

রাস্তার সিসিটিভি ক্যামরায় কার্লোসকে জীবন্ত জ্বালানোর পুরো ঘটনা ধরা পড়েছে ৷ ভিডিওতে দেখা গিয়েছে, এক ব্যক্তি এসে কার্সোলের গায়ে লিক্যুই জাতীয় কিছু ঢেলে দেয় এবং লাইটার দিয়ে আগুন লাগিয়ে দেয় ৷ এবং সেখান থেকে পালিয়ে যায় অভিযুক্ত ৷

চিকিৎসকেরা জানিয়েছেন, ওই ব্যক্তির ৭০ শতাংশ জ্বলে গিয়েছিল ৷ সিসিটিভি ফুটেজের মাধ্যমে অভিযুক্ত ব্যক্তিতে ধরা চেষ্টা করা হচ্ছে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷ ঠিক কী কারণে এরকম নৃশংসভাবে তাকে খুন করা হয়েছে ত নিয়ে ধন্ধে পুলিশ ৷

Published by:Dolon Chattopadhyay
First published:

Tags: Brazil, Man Sets On Fire