HIV পজিটিভ দাতার কিডনিতে প্রাণ বাঁচল HIV পজিটিভ গ্রহীতার

photo: Donor

photo: Donor

  • Last Updated :
  • Share this:
    #বাল্টিমোর: শরীরে বাসা বেঁধেছে এইচআইভি৷ বিকল হয়ে গিয়েছে কিডনি৷ প্রাণ বাঁচাতে এগিয়ে এলেন এইচআইভি পজিটিভ ডোনার৷ বিরল এই অস্ত্রোপচার হল জন হপকিনস হাসাপাতালের চিকিৎসকদের হাত ধরে৷গ্রহীতার পরিচয় গোপন রাখা হলেও জানা গিয়েছে দাতা নিনা মার্টিনেজ নামের ৩৫ বছরের এর মহিলা৷ অস্ত্রোপচারের পর গ্রহীতার এক বছরে ডায়ালিসিসের প্রয়োজন নেই বলে জানিয়েছেন চিকিৎসকরা৷এইচআইভি গবেষণা ও চিকিৎসায় এই অস্ত্রোপচার অন্যতম পদক্ষেপ৷ অস্ত্রোপচারের আগে কিডনি দাতা মার্টিনেজ একটি ইন্টারভিউতে বলেন, সমাজ মনে করে আমরা শুধু মৃত্যু নিয়ে আসতে পারি৷ এই কাজের মাধ্যমেই আমি সমাজকে দেখাতে পারতাম যে আমরা জীবনও দিতে পারি৷শৈশবেই ব্লাড ট্রান্সফিউশনের সময় মার্টিনেজের শরীরে বাসা বেঁধেছিল এইচআইভি৷ এই অস্ত্রোপচারের পর জন হপকিনস ইউনিভার্সিটি স্কুল অফ মেডিসিনের চিকিৎসক জানান, এইচআইভি পজিটিভরা রক্তদান করতে পারে না৷ কিন্তু এখন তারা কিডনি দান করতে পারবে৷২০১৬ সাল থেকে মৃত এইচআইভি দাতাদের শরীর থেকে ১১৬ বার অঙ্গ প্রতিস্থাপন করেছেন চিকিৎসকরা৷ এই প্রথম জীবিত কোনও এইচআইভি দাতার কিডনি প্রতিস্থাপিত হল৷
    First published:

    Tags: Hiv, Kidney, Organ Transplant