ইসলামাবাদ: পাকিস্তানে সংখ্যালঘুদের উপরে হামলা চলছেই৷ এবার পাকিস্তানের একজন বিখ্যাত হিন্দু চিকিৎসককে খুন করলেন তাঁরই গাড়ির চালক৷ তাও আবার ওই চিকিৎসকের নিজের বাড়িতেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
জানা গিয়েছে, পাকিস্তানের সিন্ধু প্রদেশে এই ঘটনা ঘটেছে। চর্মরোগ বিশেষজ্ঞ ওই চিকিৎসকের নাম ধর্মদেব রাঠি। মঙ্গলবার রাতে বাড়ি ফেরার পর রান্নাঘর থেকে ছুরি নিয়ে ওই চিকিৎসকের গলা কেটে খুন করে তাঁরই গাড়ির চালক। জানা গিয়েছে, হোলিতে রং খেলা নিয়ে ওই চিকিৎসকের সঙ্গে তাঁর গাড়ি চালকের বচসা হয়। এর পর চিকিৎসক বাড়িতে পৌঁছনোর পর তাঁর উপরে হামলা চালায় গাড়ির চালক৷ হামলার পর চিকিৎসকের গাড়ি নিয়েই পালিয়ে যায় অভিযুক্ত৷ যদিও একদিনের মধ্যেই তাকে গ্রেফতার করেছে পুলিশ৷
আরও পড়ুন: ১৫ মিনিটে ধ্বংস হতে পারে আমেরিকা! কিমের মারাত্মক হুমকিতে ঘুম উড়ল বাইডেনে
চিকিৎসকের বা়ড়ির রাধুনি জানিয়েছেন, মঙ্গলবার চিকিৎসক যখন বাড়ি ফিরছিলেন, তখনই গাড়ির মধ্যে তাঁর সঙ্গে গাড়ি চালক হানিফ লেধারির কথা কাটাকাটি হয়৷ চিকিৎসক হোলি খেলায় তাঁর উপরে ক্ষুব্ধ ছিল অভিযুক্ত৷ এই নিয়েই শুরু হয় বিবাদ৷
পাকিস্তানের দ্য নেশন সংবাদপত্র অনুযায়ী, ধর্মদেব রাঠি নামে ওই চিকিৎসক হায়দ্রাবাদের অত্যন্ত নামী এবং জনপ্রিয় একজন চিকিৎসক ছিলেন৷ পাকিস্তান সরকারের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী জ্ঞানচাঁদ ইসরানি এই ঘটনার রিপোর্ট তলব করেছেন৷ নিহত চিকিৎসকের পরিবারকে ন্যায় বিচার পাইয়ে দেওয়ার আশ্বাসও দিয়েছেন তিনি৷ পাকিস্তানের শাসক দল পাকিস্তান পিপলস পার্টির পক্ষ থেকেও ঘটনার নিন্দা করা হয়েছে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Pakistan