হোম /খবর /বিদেশ /
২৫ টাকায় ইলিশ মাছ! কোথায় মিলছে, এই সুযোগ হাতছাড়া হলে পরে পস্তাবেন

Hilsa Fish: ২৫ টাকায় ইলিশ মাছ! কোথায় মিলছে, এই সুযোগ হাতছাড়া হলে পরে পস্তাবেন

ইলিশ মাছ

ইলিশ মাছ

Hilsa Fish: এক মুদির ব্যবসায়ী ২৫ টাকায় ইলিশ মাছ বিক্রি করছেন। সেই খবর সামনে আসার পরেই হইচই পড়ে গিয়েছে।

  • Share this:

ঢাকা: ২৫ টাকায় ইলিশ মাছ। স্বাভাবিক ভাবে অনেকেই শুনে অবাক হয়ে যাবেন। কিন্তু আদতে এমনটাই হচ্ছে। তবে কলকাতার নয়। এই খবর বাংলাদেশের। সেখানে এক মুদির ব্যবসায়ী ২৫ টাকায় ইলিশ মাছ বিক্রি করছেন। সেই খবর সামনে আসার পরেই হইচই পড়ে গিয়েছে।

বাংলাদেশের সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ঢাকার দক্ষিণখানের মুদি ব্যবসায়ী মহম্মদ জুয়েল দোকানে মিলছে ২৫ টাকায় মিলছে ২ পিস ইলিশ মাছ। শুধু তাই নয়, এই দোকানেই মিলছে ৫ টাকায় শুঁটকি, ৩ টাকায় চা পাতা, ১ টাকায় মুড়ি, ১৫ টাকায় তেলাপিয়া মাছ, ৪০ টাকায় রুই মাছ, ডাল ৫ টাকার, চিনি ২ টাকার, লবণ ১ টাকায়। আর এই দোকান ঘিরে হইচই কাণ্ড পড়ে গিয়েছে। কিন্তু এই বাজারের মধ্যে কী করে ওই দোকানি এতো কম দামে সামগ্রী বিক্রি করছেন, তা শুনলে অনেকেই অবাক হয়ে যাবেন।

ব্যবসায়ী জুয়েল সাংবাদমাধ্যমে জানিয়েছেন, তিনি যেই এলাকার বাসিন্দা সেখানে সাধারণত গরিবদের বসবাস বেশি। এরা বেশিরভাগই দিনমজুর। কম টাকাতেই সংসার চলে। ফলে মোটা টাকা খরচ করে অনেক সময়ে মশলা, তেল, বাজার করতে পারেন না। তাই কম পরিমাণে মশলা, তেল কিংবা মাছ দিয়ে জুয়েল নিজেই ছোট ছোট প্যাকেট তৈরি করেছেন। সেই প্যাকেটের দাম নামমাত্র রেখেছেন তিনি। আর এই প্যাকেটগুলিই দেদার বিক্রি চলছে।

বাংলাদেশের বাজারে এখন ইলিশের দাম ৮০০- ১২০০ টাকা কেজি। কলকাতাও প্রায় আকাশছোঁয়া দাম। এই অবস্থায় মাত্র ২৫ টাকায় ইলিশ বিক্রি হচ্ছে শুনে জুয়েলের দোকানে প্রচুর মানুষ ভিড় করেছেন। জুয়েল জানিয়েছেন, এতোদিন ইলিশের দাম ছিল বেশি। ইচ্ছা থাকলেও তা কিনে খেতে পারতেন না এই এলাকার বাসিন্দারা। কিন্তু এখন মাত্র ২৫ টাকায় ইলিশ মাছ মেলায় মুখে হাসি ফুটেছে সেই এলাকার বাসিন্দাদের মুখে।

আরও পড়ুন, তিনটি নয়, দু'টি যুদ্ধ বিমান ভেঙে পড়ে মধ্যপ্রদেশ ও রাজস্থানে! এক পাইলটের মৃত্য়ুআরও পড়ুন, ত্রিপুরা রাখতে মরিয়া বিজেপি, প্রার্থী কেন্দ্রীয় মন্ত্রীও! রয়েছে সংখ্যালঘু মুখ

শুধু তেল, মশলা, মাছ নয়, জুয়েল এবার থেকে সবজিও এমন প্যাকেটে করে বিক্রি করতে চান। আপাতত কিছু সবজি তিনি প্যাকেট করেছেন। জুয়েলের এমন উদ্যোগে খুশির হাওয়া সেই এলাকায়।

Published by:Suvam Mukherjee
First published:

Tags: Bangladesh, Hilsa Fish