• Home
 • »
 • News
 • »
 • international
 • »
 • বয়স হার মানল প্রেমের কাছে, বিয়ে করলেন ১০০ পার করা প্রেমিক-প্রেমিকা !

বয়স হার মানল প্রেমের কাছে, বিয়ে করলেন ১০০ পার করা প্রেমিক-প্রেমিকা !

Photo: CNN

Photo: CNN

 • Share this:

  #লস এঞ্জেলেস: প্রেমই সত্য ৷ আর বাদ বাকি সবই নিমিত্তমাত্র তা আবার প্রমাণ করলেন মার্কিন দম্পত্তি ৷ তাই তো বয়সকে ফুঁ দিয়ে উড়িয়ে চার হাত এক হল ১০০ বছরের জন ও ১০৩ বছরের ফিলিস কুকের ৷

  জন দ্বিতীয় বিশ্বযুদ্ধে সেনাবাহিনীতে ছিলেন ৷ আর অন্যদিকে ফিলিস সাধারণ একটি চাকরি করতেন ৷ দু’জনের আলাপ বেশ সম্প্রতি ৷ মাত্র এক বছর ৷ আর এক বছর আলাপচারিতার পর ৮ জুলাই বিয়ে করে ফেললেন এই দু’জন ৷

  বিয়ের পর দম্পত্তি মিডিয়াকে জানালেন, ‘আমরা দু’জনে দু’জনকে ভালোবেসে ফেলি ৷ আর সে থেকেই সিদ্ধান্ত ৷’ ফিলিসের এটা প্রথম বিয়ে হলেও, জনের এটি তৃতীয় বিয়ে ৷ আগের দুই বউ-ই মারা গিয়েছে ৷ তৃতীয়বার ফিলিসের মধ্যে নতুন করে প্রেম খুঁজে পেলেন জন ৷

  First published: