#ওয়াশিংটন: ভারতীয় মহিলারা কেন Twitter ব্যবহার করেন, কেন তাঁরা Twitter-কে অন্যতম জনপ্রিয় সামাজিক মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন, এই বিষয়টি জানার জন্য সম্প্রতি Twitter একটি সমীক্ষা করে। যাতে ৭০০-রও বেশি Twitter ব্যবহারকারী মহিলা অংশগ্রহণ করেন। সমীক্ষায় দেখা যায়, ভারতীয় মহিলারা নিজেদের প্যাশন, চ্যালেঞ্জ, সামাজিক বিভিন্ন বিষয়, পরিবর্তন ও সাম্প্রতিক ঘটনা নিয়ে এই মাধ্যমে কথা বলতে পছন্দ করেন ও নিজেদের মতামত প্রকাশ করেন।
৭০০ মহিলার মূলত ২০১৯-এর জানুয়ারি থেকে ২০২১-এর ফেব্রুয়ারি পর্যন্ত করা ৫২২,৯৯২টি Tweet-এর গুণগত মান ও বিষয় দেখে এই তথ্য পাওয়া যায়।
সমীক্ষায় দেখা যায়, ভারতীয় মহিলারা Twitter-কে কথা বলার বা মানুষের সঙ্গে কিছু শেয়ার করে নেওয়ার মাধ্যম হিসেবে মনে করেন। এর মধ্যে ৩৯ শতাংশ মহিলা এই প্ল্যাটফর্মকে স্বাধীন মতপ্রকাশের মাধ্য়ম হিসেবে বিবেচনা করেন। ২৪.৯ শতাংশ মানুষ নিজেদের পছন্দ ও ইচ্ছের কথা প্রকাশ করতে চান। ৪১ শতাংশ মহিলার Twitter-কে নতুন করে ভালো লাগছে বলেও জানা যায়।
এছাড়াও ৩০ শতাংশ মহিলা ফ্যাশন কন্টেন্ট পান বলে এই মাধ্যম ব্যবহার করেন। যেখানে ২৮ শতাংশ বই, ২১ শতাংশ টিভি ও সিনেমা, ১৮ শতাংশ মিউজিক, ১৭ শতাংশ টেকনোলজি, ১৭ শতাংশ আর্ট ও ১৪ শতাংশ মহিলা খেলাধুলার কন্টেন্ট পান।
এই সমস্ত বিষয় ছাড়া প্রথম পাঁচ পছন্দের সংলাপে জায়গা করে নিয়েছে সাম্প্রতিক ঘটনা, উদযাপনের মুহূর্ত, কমিউনিটি নিয়ে কথা ও সামাজিক পরিবর্তন। অর্থাৎ বই, সিনেমা বা শিক্ষা-সংস্কৃতি নিয়ে কথা বলার চেয়ে এদেশের মহিলারা এই পাঁচ বিষয় নিয়ে Twitter-এ কথা বলতে বেশি পছন্দ করেন।
পাশাপাশি সমাজের মহিলাদের পাশে দাঁড়াতে বা কোনও ঘটনায় নিজেদের সমর্থন জানাতেও Twitter ব্যবহার করেন। যার অন্যতম উদাহরণ #MeToo। মহিলারা এখানে বিভিন্ন চ্যালেঞ্জের বিষয়ে কথা বলেন। নিজেদের স্ট্রাগলের বিষয়ে কথা বলেন। যাঁরা একা সন্তানকে বড় করছেন, তাঁরা সেই ধরনের গল্পও শেয়ার করে থাকেন।
এবিষয়ে Twitter India-র ম্যানেজিং ডিরেক্টর মণীশ মহেশ্বরী জানান, Twitter-এ মহিলাদের ভূমিকা ও গুরুত্ব বুঝতে এই সমীক্ষা করা হয়। যা তথ্য পাওয়া যায় তা সত্যিই অনুপ্রেরণা জোগায়। এই তথ্য আমাদের দেখিয়েছে Twitter সকলের জন্য। বিভিন্ন সমাজের বিভিন্ন গোষ্ঠীর মানুষের সংলাপ বুঝিয়েছে এই পরিষেবার মধ্যে কতটা ঐক্য রয়েছে!
গার্গী দাস