corona virus btn
corona virus btn
Loading

এই ব্যক্তির হাত ধরেই জন্ম নিয়েছে সারাহা !

এই ব্যক্তির হাত ধরেই জন্ম নিয়েছে সারাহা !

বন্ধুরা আপনার সম্পর্কে কী ভাবেন? সব জানতে মুশকিল আসান নতুন অ্যাপ সারাহা।

  • Share this:

#কুয়েত: বন্ধুরা আপনার সম্পর্কে কী ভাবেন? সব জানতে মুশকিল আসান নতুন অ্যাপ সারাহা। সারাহা অ্যাপ বা ওয়েবসাইটে প্রথমে লগ ইন করতে হবে। এরপরই একটি নির্দিষ্ট লিঙ্ক পাঠাতে হবে বন্ধুদের। সেই লিঙ্কের মাধ্যমেই মতামত জানাবেন বন্ধুরা। তবে কোনটা কার মন্তব্য, তা জানা যাবেনা। এই অ্যাপেই এখন মেতে সোশ্যাল সাইটের ইউজাররা। ফেসবুকের দেওয়ালে এবার উড়ো চিঠির বন্যা। কে লিখছেন? তা জানা নেই। কিন্তু কী লিখছেন? তা পড়তে মুখিয়ে আছে নেট দুনিয়া। আর এই উড়ো চিঠি বয়ে আনছে যে পোস্টমাষ্টার, তিনি সারাহ। তাঁর যাদুতে কাত সোশ্যাল সাইটের ইউজাররা।

সৌদি আরবের জৈন অল আবুদিন তওফিক ! পেশায় ইনি প্রোগ্রামার ৷ এর হাতেই জন্ম নিয়েছে আজকের সারাহা ৷ প্রথমে আরবি ভাষাতেই তৈরি হয়েছিল এই অ্যাপ ৷ তবে জনপ্রিয়তার জন্য ধীরে ধীরে নানা ভাষাতেই জনপ্রিয় হতে শুরু করে এই সারাহা ৷ আর এখন তো সোশ্যাল নেটওয়ার্কে সারাহার ঝড় উঠেছে ৷

ফেসবুকের তুমুল ঝড় ৷ আর ঝড় এসেছে আরব থেকে ৷ ঝড়ের নাম আজ সবার জানা ‘সারাহা ডট কম’ ! সম্প্রতি এই এই ঝড়ে আক্রান্ত গোটা ফেসবুক প্রজন্ম ৷ সকাল, দুপুর, বিকেল, রাত একের পর সারাহা ডট কমের আপডেট ৷ বেনামী চিঠি পেয়ে কেউ আনন্দে হাবুডুবু, তো কেউ ফিরছেন নস্ট্যালজিয়ায় ৷ পুরনো প্রেম থেকে, নতুন প্রেম, বিরহ সব চলছে সারাহাতে ৷ তা এই সারাহা আসলে কী? কোথা থেকেই বা এল উড়ে ৷

১) আরব দেশেই শুরু হয় এই সারাহা কাণ্ড ৷ আর আরবি ভাষায় সারাহা কথার অর্থ ‘সততা’ ৷

২) আরবি ভাষাতেই প্রথম শুরু হয় এই সারাহা ৷ তারপর তুমুল জনপ্রিয়তার জন্য নানা ভাষায় শুরু হয়ে যায় এই সারাহা৷ ৩) প্রথম সপ্তাহেই প্রায় ২ কোটি মানুষ ব্যবহার শুরু করেন এই অ্যাপের ৷ ৪) তবে প্রথমে মূলত যুক্তরাষ্ট্রের দেশগুলিতেই এই অ্যাপ ব্যবহার হলেও, পরে অবশ্য গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে এই সারাহা৷ ৫) সারাহার জনপ্রিয়তা বেড়ে যাওয়ার পর রটে গিয়েছিল এই অ্যাপ নাকি আসলে ফেসবুক প্রোফাইল হ্যাক করার নতুন পদ্ধতি৷ তবে সারাহা থেকেই জানিয়ে দেওয়া হয়েছে, এটি একেবারেই গুজব !

First published: August 10, 2017, 3:15 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर