সোশ্যাল মিডিয়ার দৌলতে পৃথীবির নানা প্রান্তের নানা খবর নিমেষে হাতের মুঠোয় চলে আসে। নানা অদ্ভুত বিষয়ের পাশাপাশি বহু ভয়ঙ্কর ঘটনার সাক্ষীও হচ্ছেন নেটিজেনরা। যেমন, এই মুহূর্তে নেট দুনিয়ায় 'ভাইরাল' এক ভয়ঙ্কর ভিডিও! ফুটেজে দেখা যাচ্ছে জনবহূল একটি রাস্তা। সেখান দিয়ে হেঁটে যাচ্ছেন এক ব্যক্তি ! এই পর্যন্ত তো ঠিকই ছিল, কিন্তু বিস্ময়কর বিষয়টি হল, ব্যক্তির মুন্ডু নেই! ব্যাক্তির শরীর শেষ হয়ে গিয়েছে ঘাড়েই, ঘাড়ের উপর আর মাথা নেই! অবিশ্বাস্যকর মনে হলেও বাস্তবে ঠিক এমনটাই ঘটেছে। হাফ প্যান্ট, শার্ট পায়ে স্যান্ডেল পরে রাস্তা পার হচ্ছেন মুণ্ডহীন সেই ব্যক্তি! এহেন অবিশ্বাস্যকর ঘটনা চোখের সামনে দেখে অনেকে ভিডিও করেন! নেট দুনিয়ায় ভিডিওটি পোস্ট-ও করা হয়! নিমেষেই 'ভাইরাল' হয়েছে ভিডিওটি , হতভম্ব নেটিজেনরা।
দেখুন সেই ভিডিও--
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Headless man