Home /News /international /

রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন মুণ্ডহীন এক ব্যক্তি, চোখ কপালে পথচারীদের, ছড়িয়েছে চাঞ্চল্য

রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন মুণ্ডহীন এক ব্যক্তি, চোখ কপালে পথচারীদের, ছড়িয়েছে চাঞ্চল্য

অবিশ্বাস্য মনে হলেও বাস্তবে ঠিক এমনটাই ঘটেছে

 • Share this:

  সোশ্যাল মিডিয়ার দৌলতে পৃথীবির নানা প্রান্তের নানা খবর নিমেষে হাতের মুঠোয় চলে আসে। নানা অদ্ভুত বিষয়ের পাশাপাশি বহু ভয়ঙ্কর ঘটনার সাক্ষীও হচ্ছেন নেটিজেনরা। যেমন, এই মুহূর্তে নেট দুনিয়ায় 'ভাইরাল' এক ভয়ঙ্কর ভিডিও! ফুটেজে দেখা যাচ্ছে জনবহূল একটি রাস্তা। সেখান দিয়ে হেঁটে যাচ্ছেন এক ব্যক্তি ! এই পর্যন্ত তো ঠিকই ছিল, কিন্তু বিস্ময়কর বিষয়টি হল, ব্যক্তির মুন্ডু নেই! ব্যাক্তির শরীর শেষ হয়ে গিয়েছে ঘাড়েই, ঘাড়ের উপর আর মাথা নেই! অবিশ্বাস্যকর মনে হলেও বাস্তবে ঠিক এমনটাই ঘটেছে। হাফ প্যান্ট, শার্ট পায়ে স্যান্ডেল পরে রাস্তা পার হচ্ছেন মুণ্ডহীন সেই ব্যক্তি! এহেন অবিশ্বাস্যকর ঘটনা চোখের সামনে দেখে অনেকে ভিডিও করেন! নেট দুনিয়ায় ভিডিওটি পোস্ট-ও করা হয়! নিমেষেই 'ভাইরাল' হয়েছে ভিডিওটি , হতভম্ব নেটিজেনরা।

  দেখুন সেই ভিডিও-- বৈজ্ঞানিকরা জানাচ্ছেন, ধর থেকে মুণ্ড আলাদা হয়ে যাওয়ার পর কোনও মানুষ মাত্র ১-২ সেকেন্ড জীবিত থাকেন, কারণ তখনও শরীরের রিফলেক্স কাজ করে! কিন্তু এই ব্যক্তি ১-২ সেকন্ডের বেশি সময় ধরে মুণ্ডহীন অবস্থায় হেঁটে যাচ্ছেন ! কীভাবে তা সম্ভব ? মেলনি উত্তর! বিষয়টি নিয়ে নেটিজেনদের মধ্যে চর্চা তুঙ্গে! যদিও একাংশের দাবি, এডিটিং টেবিলের কারুকাজ রয়েছে ভিডিওটায়!

  Published by:Rukmini Mazumder
  First published:

  Tags: Headless man

  পরবর্তী খবর