#ওয়াশিংটন: আমেরিকার অন্তরীখ এজেন্সি নাসা পার্কর সোলার প্রোব লঞ্চ করেছে ৷ সূর্য পর্যন্ত বিস্তৃত হতে পারে সেই কথা মাথায় রেখেই এক বিশেষ ডিজাইন করা হয়েছে ৷ এখনও পর্যন্ত পৃথিবীর ইতিহাসে এমন কোনও মহাকাশযান নেই যা সূর্যের কাছাকাছি পৌঁছেছে ৷
Remote camera views are posted of the @ulalaunch #DeltaIVHeavy with the Parker #SolarProbe launching to the Sun! Take a look and happy SUNday! https://t.co/nZMjaDwVve pic.twitter.com/n6mlR44I6Y
— NASA HQ PHOTO (@nasahqphoto) August 12, 2018
এই মহাকাশযানের নাম বিজ্ঞানী পার্কারের নাম অনুসারে এই মহাকাশযানের নাম রাখা হয়েছে পার্কার সোলার প্রোব ৷ ১৯৫৮ সালে যিনি প্রথম পর্যবেক্ষণ করেছিলেন সূর্যেও বায়ুমন্ডল আছে ৷ সূর্য থেকে ক্রমাগত একটি চুম্বকীয় রশ্মি নির্গত হয়ে থাকে ৷ লাগাতার চুম্বকীয় রশ্মি নির্গত হলেই উপগ্রহ লিঙ্ক উপর প্রভাব ফেলে ৷
এই প্রথম কোনও মহাকাশযান যা সূর্যের খুব কাছ থেকে ছবি তুলে আনতে পারবে ৷ এটির ক্ষেত্রে সব থেকে বড় ও বেশি তথ্য প্রযুক্তি প্রয়োগ করা হয়েছে ৷ এছাড়াও ডেল্টা ৪ হেবি ৷ অন্যান্য মহাকাশযানের থেকে প্রায় ৫৫ গুণ অধিক শক্তিশালী ৷
আরও পড়ুন : একজন ভারতীয়কেও দেশ ছাড়তে হবে না, এনআরসি ইস্যুতে মুখ খুললেন মোদি
মিশিগান বিশ্ববিদ্যালয় অধ্যাপক ও বৈজ্ঞানিক জাস্টিন কাস্পর বলেছেন পার্কর সোলার প্রোব তাঁর অতীতের অভিজ্ঞতাকে সাহায্য করবে এবং অনেক গুণ উন্নত ও করবে ৷
এই মহাকাশযান মাত্র সাড়ে ৪ ইঞ্চির (১১.৪৩ সেন্টিমিটারের) মোটি হিট রেসিস্টর শিল্ডের থেকেও বেশি সুরক্ষিত ৷ করা হয়েছে যা সূর্যের প্রবল উত্তাপ থেকে রক্ষা করবে ৷