#লন্ডন: জল্পনা ছিল বহুদিনই ৷ এবার রাজপরিবারের তরফে সরকারি ঘোষণা ৷ মার্কিন অভিনেত্রী মেগান মার্কলকে বিয়ে করতে চলেছেন ব্রিটেনের রাজপরিবারের যুবরাজ হ্যারি। নভেম্বরের শুরুতেই বাগদান সম্পন্ন হয়েছে তাদের ৷ আগামী বসন্তেই বিবাহ বন্ধনে বাঁধা পড়তে চলেছেন প্রেমিক যুগল ৷
সোমবার এক বিবৃতি দিয়ে ছোট ছেলের বিয়ের আনুষ্ঠানিক ঘোষণা করেছেন প্রিন্স চার্লস। সেই সঙ্গে ক্লেয়ারেন্স হাউসের ওই বিবৃতি তাদের বাগদান সম্পন্ন হওয়ার কথাও জানানো হয়।
অন্যদিকে, রক্ষণশীলতার খোলস ছেড়ে বেরিয়ে নয়া প্রেমিক যুগলের সম্পর্ককে রাজপরিবারের মান্যতা দেওয়ার সিদ্ধান্তের প্রশংসা করেছে নেটিজেনরা ৷ এর আগে রাজপরিবারে বিবাহ বিচ্ছিন্ন পাত্র অথবা বিবাহবিচ্ছিন্না পাত্রীকে মান্যতা দেওয়া হত না ৷ এই কারণে অষ্টম রাজা এডওয়ার্ড তাঁর সিংহাসনের দাবি ছাড়তে বাধ্য হয়েছিলেন ৷ অন্যদিকে, রাজপরিবারের আপত্তির কারণেই রানি এলিজাবেথের বোন মার্গারেটকে তাঁর সত্যিকারের ভালবাসাকে ত্যাগ করতে হয়েছিল ৷
ফের এক রূপকথার বিয়ের সাক্ষী হতে চলেছে ব্রিটেন ৷ সিংহাসনের পঞ্চম উত্তরাধিকারী ও যুবরানী ডায়নার ছোট ছেলে প্রিন্স হ্যারি ও মেগানের সম্পর্ক প্রায় গত এক বছর ধরেই সংবাদ শিরোনামে ৷
৩৩ বছর বয়সী যুবরাজ হ্যারি, রানি এলিজাবেথের নাতি, অন্যদিকে ৩৬ বছরের মার্কল জনপ্রিয় অভিনেত্রী। ২০১৬ সালের জুলাইয়ে বন্ধুদের মারফৎ পরিচয় হয়েছিল হ্যারি-মেগানের। রানি দ্বিতীয় এলিজাবেথ ও তার পরিবারের ঘনিষ্ঠ সদস্যদের উপস্থিতিতে লন্ডনে প্রাথমিকভাবে তাদের বাগদান পর্বটি অনুষ্ঠিত হয়।
যুবরাজ হ্যারির মতো মেগানের অনুরাগী সংখ্যাও নেহাত কম নয় ৷ ১৯৮১ সালের ৪ অগস্ট লস অ্যাঞ্জেলসে জন্ম এই মার্কিন অভিনেত্রী মেগান মর্কেলের । ২০০৩ সালে শিকাগোর কাছে নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটি থেকে তিনি গ্র্যাজুয়েট হন। থিয়েটার নিয়েই তার যাবতীয় পড়াশোনা। ২০১৬ সাল থেকে প্রিন্স হ্যারির সঙ্গে তার নাম জুড়ে যাওয়ার আগে শোনা যায়, ২০০৪ সালে অভিনেতা-প্রযোজক ট্রেভর এনগেলসনের সঙ্গে সম্পর্ক ছিল মেগানের। ২০১১-তে তারা বিয়েও করেন। তবে তা বেশিদিন স্থায়ী হয়নি। ২০১৩ বিবাহ-বিচ্ছেদ হয় যায় তাদের।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: British Queen Elizabeth II, Meghan Markle, Prince Harry, Prince Harry's Engagement