#আহমেদাবাদ: জনপ্রিয়তায় মার্কিন প্রেসিডেন্ট ফেসবুকে এক নম্বর৷ দ্বিতীয় স্থানে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ এই মর্মে নিজেই ট্যুইট করেছেন ডোনাল্ড ট্রাম্প৷ ট্রাম্পের দাবি ফেসবুক কর্ণধার মার্ক জুকারবার্গ স্বয়ং এই তথ্য সামনে এনেছেন৷ নিজের ভারতীয় সফরের আগে এই তথ্যকেই হাতিয়ার করেছেন ট্রাম্প৷ বারবার এই কথাই শোনা যাচ্ছে তার গলায়৷
Great honor, I think? Mark Zuckerberg recently stated that “Donald J. Trump is Number 1 on Facebook. Number 2 is Prime Minister Modi of India.” Actually, I am going to India in two weeks. Looking forward to it!
— Donald J. Trump (@realDonaldTrump) February 14, 2020
তবে ট্রাম্পের এই সফরে যেন কোনও খামতি না থাকে তার দিকেই নজর দিচ্ছে গুজরাত সরকার৷ ট্রাম্পের এই সফরে প্রায় ১০০ কোটি টাকা খরচের হিসেব সামনে এসেছে৷ ২৪-এ ফেব্রুয়ারি সস্ত্রীক ট্রাম্প আসছেন ভারতে৷ গুজরাতের আহমেদাবাদ সাক্ষী থাকতে চলছে তার এই সফরের৷ পান থেকে যেন চুন না খসে, সেই ব্যবস্থা করা হচ্ছে৷ ঢেলে সাজানো হচ্ছে রাস্তাঘাট৷ শহর সৌন্দার্যায়নের জন্যও খরচ হচ্ছে বিপুল৷
এক নজরে কোথায় কত খরচ হচ্ছে? প্রায় ৮০ কোটি টাকা খরচ হচ্ছে নতুন রাস্তা তৈরির জন্য৷ ৬ কোটি টাকা খরচ হচ্ছে শহর সাজাতে৷ ৪ কোটি টাকা খরচ হচ্ছে মোদি-ট্রাম্প রোড শোয়ের জন্য৷ প্রায় ১২-১৫ কোটি খরচ হবে মার্কিন প্রেসিডেন্টের নিরাপত্তার জন্য৷ ৭-১০ কোটি টাকা খরচ হবে মোটেরা স্টেডিয়াম উদ্বোধনে আসা অতিথিদের জন্য৷
কাজে যেন কোনও ত্রুটি না থাকে এমনই প্রশাসনের নির্দেশ৷ আর্থিকভাবে কেন্দ্রীয় সরকারও সাহায্য করবে বলে জানা গিয়েছে৷ তবে টাকার জন্য যেন কোথাও কোনও কাজ না আটকায়, সেটা গুরুত্ব সহকারে দেখা হচ্ছে৷ ভিভিআইপি অতিথির যেন কোনও সমস্যা না হয়, সেটাই আসল লক্ষ্য৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Donald Trump, Narendra Modi