#ইদলিব: ক্রমেই ভয়ঙ্কর অবস্থা যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়ার ৷ সে দেশের হাজার হাজার অসহায় শরণার্থীরা দেশ ছেড়ে অন্যত্র পালাতে এখন ব্যস্ত ৷ কিন্তু পালাবেন কোথায় ? কে দেবে তাদের আশ্রয় ৷ এই প্রশ্নের উত্তর কারোর কাছেই নেই ৷ নদী, সমুদ্র পেরিয়ে অনেকেই পাশের দেশ তুরস্ক এমনকী, গ্রিসেও পালাচ্ছে ৷ কিছু মানুষ এই কাজে সফল হয়েছেন ৷ কিন্তু বাকিদের কী অবস্থা কী হচ্ছে ৷ তা মাঝেমধ্যেই সংবাদমাধ্যমে প্রকাশিত বিভিন্ন ছবি এবং ভিডিওতে দেখা যাচ্ছে ৷
সম্প্রতি একটা ভিডিও ভাইরাল হয়েছে ৷ যেখানে দেখা যাচ্ছে, গ্রিসের উপকূলরক্ষী বাহিনীর এক সদস্য রড, লাঠি দিয়ে আটকাচ্ছে সিরিয়ান শরণার্থীদের ৷ নৌকায় চেপে সিরিয়ার অনেক শরণার্থীরাই তুরস্ক হয়ে এখন জলপথে গ্রিসের ভূ-খণ্ডে ঢুকতে চাইছেন ৷ তা আটকাতেই এখন উঠে পড়ে লেগেছে গ্রিসের উপকূলরক্ষী বাহিনী ৷
Greek coastguards hit migrants with sticks & attack their boat pic.twitter.com/so0FvuTOsR
— RT (@RT_com) March 3, 2020
সিরিয়ার মতো যুদ্ধবিধ্বস্ত দেশ থেকে হাজার হাজার শরণার্থী ইউরোপে আশ্রয়ের আশায় তুরস্ক পেরিয়ে গ্রিসে ঢুকছে। তুরস্ক নিকটবর্তী গ্রিকের দ্বীপপুঞ্জে এখনও আটকে কমপক্ষে ৩৫,০০০ শরণার্থী। ২০১৫ থেকে শুরু হওয়া এই শরণার্থী স্রোতে গ্রিসের অবস্থা খুব খারাপ, এমন সতর্কবাণী অনেক আগেই দিয়েছিলেন ইউরোপীয় রাষ্ট্রদূত।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।