• Home
 • »
 • News
 • »
 • international
 • »
 • মৃত্যুশয্যায়ও বিন্দাস বুড়ো! হাসপাতালের বেডে পরিবারের সঙ্গে মদের বোতল হাতে বৃদ্ধের ছবি ভাইরাল...

মৃত্যুশয্যায়ও বিন্দাস বুড়ো! হাসপাতালের বেডে পরিবারের সঙ্গে মদের বোতল হাতে বৃদ্ধের ছবি ভাইরাল...

Photo Courtesy: Twitter

Photo Courtesy: Twitter

ভাইরাল এই ছবিটি অত্যন্ত ইতিবাচাক...

 • Share this:

  #ওয়াশিংটন: মৃত্যুর কয়েকঘণ্টা আগে এই ছবিই তুলেছেন বৃদ্ধ৷ বিদায়বেলায় আনন্দ চেটেপুটে নিয়েছেন তিনি! মৃত্যুকালে তার বয়স ছিল ৮৭৷ শেষশয্যায়ও একেবারে বিন্দাস মুডে বৃদ্ধ৷ হাসপাতালের বেডে পরিবারের সকলের সঙ্গে মদের বোতল হাতে ছবি তুললেন তিনি৷ একেই বোধহয় বলা হয় মেজাজটাই তো আসল রাজা, আমি রাজা নই! হাসপাতালে শেষবেলায় এভাবে পরিবারের সঙ্গে ছবিটি ভীষণভাবেই ভাইরাল৷ কারণ এটা সত্যিই খুবই ইতিবাচক ছবি৷

  আরও পড়ুনজল খেতে এসেছিল হরিণ, নিমেষে গোটা ছিঁড়ে খেল মস্ত অজগর! ভিডিও সুপার ভাইরাল ভদ্রলোকের নাম নরবার্ট স্কেম৷ তিনি মার্কিন নাগরিক৷ মৃত্যুশয্যায় একটাই ইচ্ছা ছিল তার৷ ছেলেদের সঙ্গে বিয়ার খাবেন তিনি৷ ছেলেরাও বাবার শখ পুরণে যথাসাধ্য চেষ্টা করেছেন৷ বাবার জন্য তারা বিয়ার কিনে নিয়ে গিয়েছেন৷ হাসপাতাল থেকে অনুমতি নিয়েছেন তারা৷ বাবার নাকে লেগেছে নল৷ প্রায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি৷ তবুও মেজাজে কোনও ভাটা পড়েনি তার৷ বয়স বা শারীরিক হাল যে কোনওভাবে কারও মনোবলে ধাক্কা দিতে পারে না, এই ছবিই তার প্রমাণ৷ এই ছবিটি পোস্ট করেছেন বৃদ্ধের নাতি অ্যাডম৷ অ্যাডমের ছবি পোস্টের পর এমন আরও ভিডিও পোস্ট করেছেন অনেকে৷ সেখানে দেখা গিয়েছে মদের গ্লাস হাতে পরিবারের সঙ্গে এক বৃদ্ধা৷ তিনিও মৃত্যুশয্যায় আনন্দ ভাগ করে নিচ্ছেন পরিবারের সঙ্গে!  
  First published: