• Home
 • »
 • News
 • »
 • international
 • »
 • Google -র CEO তো ছিলেন এবার বাড়তি দায়িত্ব পেলেন সুন্দর পিচাই

Google -র CEO তো ছিলেন এবার বাড়তি দায়িত্ব পেলেন সুন্দর পিচাই

Photo- AP

Photo- AP

গুগল সিইও-র জন্য জায়গা ছেড়ে দিলেন ল্যারি পেজ ৷

 • Share this:

  #নিউইয়র্ক: গুগল সিইও-র জন্য জায়গা ছেড়ে দিলেন ল্যারি পেজ ৷ গুগলের সহ-প্রতিষ্ঠাতা ল্যারি -র জায়গায় Alphabet -র দায়িত্বও যোগ হল সুন্দরের ৷ পৃথিবীর অন্যতম দামী কোম্পানির এই বড় বদল এই মুহূর্তের সবচেয়ে বড় খবর ৷ পেজ এবং সহ প্রতিষ্ঠাতা সার্জেই ব্রিন Alphabet-র রোজকার কার্যক্রম দেখাশোনার জন্য আর যুক্ত থাকবেন না ৷ মঙ্গলবার এই বিষয়টি ঘোষণা করা হয় ৷ তবে কোম্পানির রোজকার কাজ দেখার দায়িত্বে না থাকলেও নিজেদের বোর্ড সিট ধরে রাখছেন এঁরা ষ ব্রিন অ্যালফাবেটের প্রেসিডেন্টের পদেই থাকবেন ৷

  ২০০১ থেকে অ্যালফাবেটের প্রেসিডেন্টের দায়িত্বে ছিলেন পেজ ৷ এই প্রথম এই কোম্পানির রোজকার কোনও কাজের সঙ্গে যুক্ত রইলেন না তিনি ৷ ২০০১ সালে এরিক স্কিমিডের কাছ থেকে দায়িত্ব নিয়েছিলেন তিনি ৷ ১০ বছর বাদে তিনি Google -র দায়িত্ব নিয়েছিলেন স্কিমিডের হাত থেকেই ৷

  পেজ ও ব্রিন নিজেদের ঘোষণায় জানিয়েছেন , ‘আমরা Google আর Alphabet-র কাছে দীর্ঘ সময়ের জন্য দায়বদ্ধ ৷ আমরা বোর্ড সদস্য হিসেবে থাকব ৷ পাশাপাশি শেয়ারহোল্ডার ও সহ প্রতিষ্ঠাতাও থাকব ৷ তবে রোজকার কাজ সুন্দর দেখবে ৷ পাশাপাশি আমরা যেটা নিয়ে প্যাশনেট ছিলাম সেটা নিয়েও নিয়মিত ওঁর সঙ্গে কথা হবে ৷ ’

  আরও পড়ুন - Balon d'Or পাচ্ছে বাবা, ছোট ছেলে যা করল, ভাইরাল হল ভিডিও

  বিশাল সাম্রাজ্যের উত্তরাধিকারী হলেন সুন্দর পিচাই ৷ যারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিষয়ে তদন্ত করে ক্রোধের শিকার হয়েছে৷ শেষ কয়েক বছরে জনতার কাছে গুগলের মুখ ভারতের সুন্দর পিচাই ৷ প্রেসিডেন্টের সঙ্গে দেখা করা কংগ্রেসে টেস্টিফাই করা থেকে শুরু করে ডেভলপারদের কনফারেন্স ও বিনিয়োগকারীদের সঙ্গে কথা বলা সবটাই তিনিই দেখেন ৷ পিচাইয়ের সময়ে গুগলের ব্যপ্তি আরও অবেক বাড়ানোর চেষ্টা করা হয়েছে ৷ তবে সংবাদমাধ্যমের কাছে এই সময়ে অনেক কিছু অনাকাঙ্খিত সত্যিও বেরিয়ে এসেছে ৷ সাম্প্রতিক অক্টোবরের বৈঠকে সুন্দর পিচাই গুগলের স্বচ্ছ্বতা নিয়ে কাজ করার চ্যালেঞ্জ নিয়েও কথা বলেছেন ৷

  মঙ্গলবারের চিঠিতে সহ প্রতিষ্ঠাতারাও জানিয়েছেন, Google কে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আরও দায়বদ্ধ হওয়ার কথা জানিয়েছেন ৷ পাশাপাশি বলেছেন সে বিষয়ে তারা বদ্ধপরিকর এবং চান কোম্পানির আরও গর্বিত বাবা-মা হতে ৷

   আরও দেখুন
  First published: