#টেক্সাস: মার্কিন মুলুকে (America) কাজ করতে গিয়ে খুন (Murder) হলেন গোয়ার এক প্রাক্তন ফুটবলার৷ নিহত যুবকের নাম জন ডিয়াস (John Dias)৷ টেক্সাসের হিউস্টনে একটি ফুড মার্টে কাজ করতেন জন৷ রবিবার সকালে এক অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী সেখানেই পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তাঁকে গুলি করে৷
কেন জনকে এভাবে খুন হতে হল তা অবশ্য এখনও জানা যায়নি৷ ঘটনার পর তদন্তে নেমেছে পুলিশ৷ গোটা ঘটনা ওই স্টোরের সিসিটিভি ক্যামেরায় বন্দি হয়েছে৷ আততায়ী হিসেবে এক কৃষাঙ্গ যুবককে চিহ্নিত করেছে পুলিশ৷
আরও পড়ুন: ছিলেন আফগানিস্তানের অর্থমন্ত্রী, এখন মার্কিন দেশে ট্যাক্সিচালক! দেখুন
ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, রবিবার সকালে ওই ফুড স্টোরের কাউন্টারে বসে একাধিক ক্রেতার সঙ্গে লেনদেন করছেন জন৷ মোট ১০৪ সেকেন্ডের সিসিটিভি ফুটেজ পুলিশের হাতে এসেছে৷ তার প্রথম তিরিশ-চল্লিশ সেকেন্ডে দেখা যাচ্ছে, প্রথমে একজন মধ্যবয়স্ক পুরুষ ক্রেতা জনের কাছে আসেন৷ এর পর একজন মহিলা একটি শিশুকে নিয়ে কাউন্টারে আসেন৷ ওই ফুটেজেই দেখা যাচ্ছে, কিছুটা দূরে কালো হুডি দিয়ে মাথা ঢাকা এক ব্যক্তি দাঁড়িয়ে সবকিছুর উপরে নজর রাখছে৷
ভিডিও-র পরের অংশে দেখা যাচ্ছে, ওই কালো হুডি পরা ব্যক্তিই এগিয়ে এসে কাউন্টার থেকে কোনও একটি জিনিস তুলে নেয়৷ এর পর একেবারে সামনে থেকে জনকে গুলি করে সে৷ স্থানীয় সময় সকাল আটটা নাগাদ এই ঘটনা ঘটে৷
আরও পড়ুন: রণভূমি ইউক্রেন ছেড়ে পড়শি দেশে একাই পাড়ি দিয়ে নজর কাড়া সেই বালকের পরিণতি কী হল?
পুলিশ অফিসাররা পরে স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, কুড়ি থেকে পঁচিশ বছর বয়সি এক কৃষাঙ্গ যুবককেই প্রাথমিত ভাবে আততায়ী হিসেবে চিহ্নিত করা হয়েছে৷ কালো জ্যাকেট, সাদা স্ট্রাইপ দেওয়া কালো প্যান্ট এবং জুতো পরে ওই স্টোরে ঢুকেছিল সে৷
জনের এই মর্মান্তিক পরিণতিতে ওই ফুড স্টোরের সংলগ্ন এলাকার বাসিন্দারাও শোকাহত৷ নিয়মিত স্টোরে আসায় তাঁদের অনেকেই জনকে চিনতেন৷ ঘটনার পরই তাঁদের অনেকে এবং জনের সহকর্মীরা ওই স্টোরের বাইরে জড়ো হন৷ আততায়ীর খোঁজ চালাচ্ছে পুলিশ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।