#নয়াদিল্লি: মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউনিভার্সিটি অফ সিডনির যৌথ উদ্যোগে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়াররা এক অভিনব সার্জিক্যাল গ্লু বা সার্জিক্যাল আঠা তৈরি করেছেন৷ যা চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে একটি খুবই গুরুত্বপূ্রণ আবিষ্কার হিসেবে গণ্য হতে পারে৷ এই ইলাস্টিক (elastic) এবং অ্যাডিসিভ (adhesive) গ্লু খুব তাড়াতাড়ি যে কোনও ক্ষতকে সারিয়ে দিতে পারে৷ এর জন্য আর কোনও অপারেশনের পর আর স্টিচ করতে হবে না বা স্টেপল করতে হবে না৷
এই গ্লু-র নাম মেট্রো (‘Metro’) যা মাত্র ৬০ সেকেন্ড অর্থাৎ এক মিনিটেই সেরে যায়৷ এই জেলের মতো -আসলে এটা আলট্রাভায়োলেট Ultraviolet (UV) লাইট দিয়ে কার্যকর হয় ৷ যা সহজেই মিশে যায়৷
এর মধ্যে যে ইলাস্টিসিটি উপাদান রয়েছে তা শরীরের টিস্যুতে হওয়া ক্ষতকে সারিয়ে দেয়৷ যা সব সময়েই বাড়তে থাকে৷ হৃৎপিণ্ড বা ফুসফুসেও কার্যকরী হতে পারে৷
এই গ্লুয়ের পরীক্ষামূলক ব্যবহার হয়েছে ইঁদুর ও শূকরের ওপর৷ খুব দ্রুতই এর হিউম্যান ট্রায়াল শুরু হবে৷
কিরণ মজুমদার শ যিনি বাইকন (Biocon) চেয়ারপার্সন এই গ্লু-য়ের ম্যাজিক পারফরম্যান্সের ভিডিও শেয়ার করেছেন৷ তবে ভিডিওতে বিতর্কিত বিষয় রয়েছে তাই খুব দুর্বল হৃদয়ের ব্যক্তিরা না দেখতে পারেন৷
Glue for wounds! pic.twitter.com/NvJNTFuXtN
— Kiran Mazumdar-Shaw (@kiranshaw) February 6, 2021
ম্যাজিক গ্লুয়ের এই ভিডিও দেখে অনেকেই মুগ্ধ হয়েছেন৷ পাশাপাশি সকলেই আশা করছেন এর হিউম্যান ট্রায়ালও একইভাবে সফল হবে৷