#নয়াদিল্লি: বিশ্ব জুড়ে করোনাভাইরাসের আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। কোনও ভাবেই রাশ টানা যাচ্ছে না আক্রান্তের সংখ্যায়। বিশ্বে এই মুহূর্তে আক্রান্তের সংখ্যা ২৯ লক্ষ ১৯ হাজার ছাড়িয়ে গিয়েছে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। শেষ পাওয়া খবরে বিশ্বে মৃত্যুর সঙ্গে দাঁড়িয়েছে ২ লক্ষ ৩ হাজার। প্রথম ১ লক্ষের মৃত্যু হয়েছিল ৯১ দিনে । বাকি ১ লক্ষের মৃত্যু মাত্র ১৬ দিনে । বিশ্বে করোনায় সুস্থ ৮ লক্ষ ৩৬ হাজার । এখনও পর্যন্ত সবচেয়ে খারাপ অবস্থা আমেরিকার। সেখানে প্রতি মুহূর্তে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুও। আক্রান্তের নিরিখে শীর্ষ স্থানে রয়েছে তারা। ইতিমধ্যেই আমেরিকায় মৃতের সংখ্যা ৫৩ হাজার ছাড়াল। ইতালিতে ২৬,৩৮৪, স্পেনে ২২,৯০২, ফ্রান্সে ২২,৬১৪, ব্রিটেনে ২০,৩১৯ জনের এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে । সময়ের সঙ্গে সঙ্গে লাফিয়ে বাড়ছে ভারতের করোনা আক্রান্তের সংখ্যা। আর সেই সঙ্গে করোনা ভাইরাস সংক্রমণের ভয় জাঁকিয়ে বসছে ভারতের বুকে। এ দেশে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৭৭৮ জন। একদিনে আক্রান্ত হয়েছেন আরও ১৪৯০ জন। যার হাত ধরে দেশে আক্রান্তের মোট সংখ্যা গিয়ে দাঁড়াল ২৪ হাজার ৯৪২-এ।