#নয়াদিল্লি: বিশ্ব জুড়ে করোনাভাইরাসের আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। কোনও ভাবেই রাশ টানা যাচ্ছে না আক্রান্তের সংখ্যায়। বিশ্বে এই মুহূর্তে আক্রান্তের সংখ্যা ২৯ লক্ষ ১৯ হাজার ছাড়িয়ে গিয়েছে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। শেষ পাওয়া খবরে বিশ্বে মৃত্যুর সঙ্গে দাঁড়িয়েছে ২ লক্ষ ৩ হাজার। প্রথম ১ লক্ষের মৃত্যু হয়েছিল ৯১ দিনে । বাকি ১ লক্ষের মৃত্যু মাত্র ১৬ দিনে । বিশ্বে করোনায় সুস্থ ৮ লক্ষ ৩৬ হাজার ।এখনও পর্যন্ত সবচেয়ে খারাপ অবস্থা আমেরিকার। সেখানে প্রতি মুহূর্তে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুও। আক্রান্তের নিরিখে শীর্ষ স্থানে রয়েছে তারা। ইতিমধ্যেই আমেরিকায় মৃতের সংখ্যা ৫৩ হাজার ছাড়াল। ইতালিতে ২৬,৩৮৪, স্পেনে ২২,৯০২, ফ্রান্সে ২২,৬১৪, ব্রিটেনে ২০,৩১৯ জনের এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, Global Corona Death