#ইসলামাবাদ: পুলওয়ামা জঙ্গি হামলার পর ক্রমশই পাকিস্তানের উপর চাপ বাড়ছে । ইতিমধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও জানিয়েছেন, ৪০ জন জওয়ানের মৃত্যুর পর ভারতের ক্ষোভ স্বাভাবিক। একই সঙ্গে রাষ্ট্রসংঘের তরফেও নিন্দাসূচক বিবৃতি এসেছে ৷ এমতাবস্থায় ভারতের কাছে আরও একবার শান্তির বার্তা দিয়ছেন ৷ একটি বিবৃতি দিয়ে পাক প্রধানমন্ত্রী বলেন, ‘‘শান্তি প্রতিষ্ঠার জন্য একবার চেষ্টা করুক ভারত।’’
এর আগে পাক প্রধানমন্ত্রী বলেছিলেন, ‘‘ভারত যদি যুদ্ধের জন্য প্রস্তুতি নেয়, তবে পাকিস্তান যুদ্ধের জন্য ভাববে না ৷ পাকিস্তান পাল্টা আঘাত করবে ৷’’এরপরেই শনিবার রাজস্থানের এক জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হুঙ্কার ছেড়েছিলেন ইমরান খানকে লক্ষ্য করে ৷ তিনি বলেছিলেন,‘‘ ইমরান খান শপথ নেওয়ার পরে আমি তাঁকে ফোনে অভিনন্দন জানিয়েছিলাম। তাঁকে বলেছিলাম, আমাদের দুই দেশের মধ্যে ঝগড়া তো অনেক হল, আসুন এবার আমরা একজোট হয়ে দারিদ্র ও অশিক্ষার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। ইমরান আমাকে বলেছিলেন, মনে রাখবেন, আমি পাঠানের সন্তান। যা বলি তা করে দেখাই। পুলওয়ামা কাণ্ডের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী বলেন, এবার তাঁকে প্রমাণ দিতে হবে, তিনি যা বলেন সত্যিই করে দেখান।’’
এরপরেই সুর নরম করেন ইমরান খান ৷ এই প্রসঙ্গে তিনি প্রয়াত সঙ্গীতশিল্পী জন লেননের বিখ্যাত গানের প্রথম লাইনটি উদ্ধৃত করেন, ‘গিভ পিস এ চান্স।’
এর আগে অবশ্য পুলওয়ামা কাণ্ডের পরেই চড়া সুরে ভারতকে হুঁশিয়ারি দিয়ে রেখেছিলেন ইমরান খান। কাশ্মীর সমস্যা নিয়ে ভারতকে অযাচিত পরামর্শও দিয়েছিলেন তিনি। একই সঙ্গে পুলওয়ামা কাণ্ডে পাক যোগের প্রমাণও চেয়েছিলেন। জবাব ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছিল, জঙ্গী সংগঠনগুলির বিরুদ্ধে পদক্ষেপ না করে শুধুমাত্র প্রমাণ চাওয়াটা পাকিস্তানের একটা বাহানা মাত্র। কারণ জইশ-ই-মহম্মদ এবং তাদের মাথা মাসুদ আজহার পাকিস্তানেই রয়েছে।
প্রসঙ্গত, রবিবারই প্রাক্তন পাক রাষ্ট্রপতি পরভেজ মুশারফ নিজের দেশকে সতর্ক করে বলেছিলেন, পরমাণু যুদ্ধ হলে পাকিস্তানকে উড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে ভারত। এবার পাক প্রধানমন্ত্রী নিজেই অনেক নরম সুরে ভারতের দিকে শান্তি প্রতিষ্ঠার প্রস্তাব দিলেন।
আরও পড়ুন বাংলাদেশের আকাশে বিমান ছিনতাইয়ের চেষ্টা, ৮ মিনিটের অপারেশনে মৃত্যু যুবকের
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Imran Khan, Narendra Modi, Pulwama attack, Pulwama Terror Attack, Pulwama terrorist Attack