• Home
 • »
 • News
 • »
 • international
 • »
 • কোমরে পেঁচিয়ে গিয়েছে সুতো, দমকা হাওয়ায় ঘুড়ির সঙ্গেই উড়ে গেল ৩ বছরের শিশু!

কোমরে পেঁচিয়ে গিয়েছে সুতো, দমকা হাওয়ায় ঘুড়ির সঙ্গেই উড়ে গেল ৩ বছরের শিশু!

দুর্ঘটনাবশত শিশুর কোমরে জড়িয়ে যায় একটা বিশালাকার ঘুড়ির সুতো। কিছু বুঝে ওঠার আগেই আচমকা বেড়ে যায় হাওয়ার তোড়, তেজি দমকা হাওয়ায় আকাশে উড়তে শুরু করে ঘুড়িটি, সঙ্গে টেনে নেয় শিশুটিকেও

দুর্ঘটনাবশত শিশুর কোমরে জড়িয়ে যায় একটা বিশালাকার ঘুড়ির সুতো। কিছু বুঝে ওঠার আগেই আচমকা বেড়ে যায় হাওয়ার তোড়, তেজি দমকা হাওয়ায় আকাশে উড়তে শুরু করে ঘুড়িটি, সঙ্গে টেনে নেয় শিশুটিকেও

দুর্ঘটনাবশত শিশুর কোমরে জড়িয়ে যায় একটা বিশালাকার ঘুড়ির সুতো। কিছু বুঝে ওঠার আগেই আচমকা বেড়ে যায় হাওয়ার তোড়, তেজি দমকা হাওয়ায় আকাশে উড়তে শুরু করে ঘুড়িটি, সঙ্গে টেনে নেয় শিশুটিকেও

 • Share this:

  #তাইওয়ান: দমকা হাওয়ায় ঘুড়ির সঙ্গেই উড়ে গেল তিন বছরের শিশু! প্রচণ্ড বাতাসে ঘুড়ির সুতোয় জড়ানো অবস্থাতেই আকাশে ভাসতে থাকে একরত্তি! গায়ে কাঁটা দেওয়া ঘটনাটি ঘটেছে জাপানের তাইওয়ানের কাইট ফেস্টিভ্যালে। প্রত্যক্ষদর্শীরা জানান, মাটি থেকে প্রায় ১০০ ফুট উঁচুতে উঠে যায় শিশুটি।

  জমজমাট উৎসব, আকাশে রং বেরংয়ের ঘুড়ির মেলা! উত্তর তাইওয়ানের সিংচুতে অগাস্ট মাসের শেষ সপ্তাহ জুড়ে চলে এই ঘুড়ি ওড়ানোর উৎসব।  জানা যায়, ভিড়ের মধ্যে দুর্ঘটনাবশত শিশুর কোমরে জড়িয়ে যায় একটা বিশালাকার ঘুড়ির সুতো। কিছু বুঝে ওঠার আগেই আচমকা বেড়ে যায় হাওয়ার তোড়, তেজি দমকা হাওয়ায় আকাশে উড়তে শুরু করে ঘুড়িটি, সঙ্গে টেনে নেয় শিশুটিকেও! ঘুড়ির কমলা রঙা সুতো কোমরে পেঁচিয়ে একরত্তি খুদেও ভাসতে থাকে আকাশে। মাটি থেকে প্রায় ৩০ মিটার উঁচুতে উড়ে যায় খুদে!

  কাইট ফেস্টিভ্যালে তখন উপচে পড়া ভিড়! চোখের সামনে এমন ভয়ানক অদ্ভুত দৃশ্য দেখে উপস্থিত মানুষজন কিংকর্তব্যবিমূঢ়! তবে, তৎপরতার সঙ্গে ঘুড়িটি টেনে মাটিতে নামানো হয়। তাও কম করে ৩০ সেকেন্ড হাওয়ায় ভেসে থাকতে হয়েছিল শিশুটিকে। উদ্ধারের পর উৎসব কর্তৃপক্ষ জানিয়েছে, শিশুটির চোট সামান্য। চোখের সামনে এহেন ভয়ঙ্কর দুর্ঘটনার সাক্ষী হয়ে স্বাভাবিকভাবেই ভয় পেয়ে গেছেন দর্শকেরা। উৎসবের আয়োজকের তরফে সেদিনই যাবতীয় ইভেন্ট বাতিল করা হয়।

  Published by:Rukmini Mazumder
  First published: