• Home
 • »
 • News
 • »
 • international
 • »
 • কার্টুন দেখতে ব্যস্ত খুদে, তাকে আষ্টেপৃষ্টে জড়িয়ে রয়েছে ৬টি অজগর...

কার্টুন দেখতে ব্যস্ত খুদে, তাকে আষ্টেপৃষ্টে জড়িয়ে রয়েছে ৬টি অজগর...

Photo Courtesy: Newsflare

Photo Courtesy: Newsflare

 • Share this:

  ইন্দোনেশিয়া: সাপ ! নামেই আতঙ্ক...কিন্তু তাদের সঙ্গেই দিব্য বন্ধুত্ব একরত্তি এক খুদের! সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বছর ছয়েকের এক শিশুর সঙ্গে সাত সাপ বন্ধুদের সখ্যতার এক ভিডিও যা দেখলে যা দেখলে গায়ে কাঁটা দেবে...

  ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার বাসিন্দা ছোট্ট মহারানি। এই মুহূর্তে ইন্টারনেটে ঝড় তুলেছে তারই একটি 'ভয়ানক' ভিডিও! ভিডিওতে দেখা যাচ্ছে বাচ্চাটি সোফায় শুয়ে,স্মার্টফোনে কার্টুন দেখতে মগ্ন। কিন্তু তার চারপাশে দেখলে আঁতকে উঠতে হয়। শিশুটিকে আষ্টেপৃষ্টে জড়িয়ে রয়েছে ছটি বিশালাকার, অজগর সাপ। কিন্তু খুদের তাতে মাথাব্যথা নেই। সে নিজের মনে কার্টুন দেখেই চলেছে। সাপগুলো নিজের মনে ঘোরাফেরা করছে, ফলে মাঝেমাঝেই মুখ-চোখ ঢেকে যাচ্ছে বাচ্চাটির। এবং তাতে কানিকটা বিরক্তই হয় শিশুটি!

  সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি দেখে নানা মুণির নানা মত। কেউ প্রশ্ন করেছেন, কীভাবে সন্তানকে এমন বিষধর সরীসৃপের সঙ্গে একা ছেড়ে দিতে পারলেন তার মা-বাবা ? কারও বা বক্তব্য, মহারণির মামা বাবার এটা মাথায় রাখা উচিত, দুর্ঘটনা বলে আসে না...শিশুটি কিন্তু সাপের খাদ্য! তবে, এসবে মহারণীর কিছু যায় আসে না! সে তার সাপ বন্তুদের সঙ্গে দিব্য খুশিতে দিন কাটাচ্ছে...!

  First published: