হোম /খবর /বিদেশ /
বড় ধাক্কা খেল চিন, নীতি বদলে ভারতের দিকে ঝুঁকল জার্মানি

বড় ধাক্কা খেল চিন, নীতি বদলে ভারতের দিকে ঝুঁকল জার্মানি

ভারতের সঙ্গে সহযোগিতা বৃদ্ধির সিদ্ধান্ত জার্মানির৷ Photo-Reuters

ভারতের সঙ্গে সহযোগিতা বৃদ্ধির সিদ্ধান্ত জার্মানির৷ Photo-Reuters

এমনিতে এতদিন চিনের সঙ্গে জার্মানির সম্পর্ক যথেষ্ট ভালই ছিল৷ সম্প্রতি চিন সফরে এসেছিলেন জার্মান চান্সেলর অ্যাঞ্জেলো মার্কেল৷

  • Last Updated :
  • Share this:

#বার্লিন: কূটনৈতিক ভাবে চিনকে বড় ধাক্কা দিয়ে ভারতের দিকেই ঝুঁকল জার্মানি৷ জার্মান সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, আইনের শাসনকে আরও উৎসাহ দিতে এবার থেকে ভারত সহ ইন্দো-প্যাসিফিক অঞ্চলের দেশগুলির সঙ্গে সম্পর্কে উন্নতিতে জোর দেবে বার্লিন৷

চিনে মানবাধিকার রক্ষা হচ্ছে না বলে ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপের একাধিক দেশ৷ তার উপরে যেভাবে অর্থনৈতিক ভাবে চিনের উপরে ইউরোপের দেশগুলিও নির্ভরশীল হয়ে পড়ছিল, তা নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়৷ বিগত প্রায় চার মাস ধরে ভারত-চিন সীমান্তে সংঘাতের পরিবেশ তৈরি হয়ে আছে৷ দু' তরফে সামরিক এবং কূটনৈতিক স্তরে একাধিক বৈঠকের পরেও কোনও সমাধান সূত্র বেরিয়ে আসেনি৷

সংবাদসংস্থা এএনআই-এর দাবি অনুযায়ী গত ২ সেপ্টেম্বর জার্মানির বিদেশমন্ত্রী বলেন, 'যে শক্তিশালী তার ইচ্ছে বা আইন অনুযায়ী নয়, আন্তর্জাতিক নিয়ম এবং সহযোগিতার ভিত্তিতে দেশগুলির সঙ্গে সম্পর্ক গড়ে উঠুক৷ আমরা এটাই চাই৷ সেই কারণেই যে দেশগুলি আমাদের মতোই গণতান্ত্রিক এবং মুক্ত চিন্তাধারার মূল্যবোধে বিশ্বাস রাখে, আমরা তাদের সঙ্গে আরও গভীর সহযোগিতা বৃদ্ধির উপরে জোর দিয়েছি৷'

জানা গিয়েছে, ইন্দো প্যাসিফিক অঞ্চলের যে দেশগুলি আইনের শাসনে বিশ্বাস করে এবং মুক্ত বাজারের নীতিতে বিশ্বাসী, সেই দেশগুলির সঙ্গে সম্পর্কে উন্নতির জন্য বিশেষ গাইডলাইন তৈরি করেছে জার্মানি৷

ভারত, অস্ট্রেলিয়া, জাপান এবং আসিয়ান গোষ্ঠীর সদস্য দেশগুলিও জার্মানির এই নীতিকে সমর্থন করেছে৷ এমনিতে এতদিন চিনের সঙ্গে জার্মানির সম্পর্ক যথেষ্ট ভালই ছিল৷ সম্প্রতি চিন সফরে এসেছিলেন জার্মান চান্সেলর অ্যাঞ্জেলো মার্কেল৷ এশিয়া প্যাসিফিক অঞ্চলে জার্মানির মোট বাণিজ্যের ৫০ শতাংশই চিন থেকে আসে৷ তবে এবার নীতিতে বদলের পর জার্মানি চিনকে নিয়ে কঠোর অবস্থান নেবে বলেই মনে করা হচ্ছে৷ চিনের স্বপ্নের বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের জন্য অংশীদার দেশগুলির উপরে যেভাবে ঋণের বোঝা বাড়ছে, তারও কঠোর সমালোচনা করতে চলেছে জার্মানি৷

Published by:Debamoy Ghosh
First published:

Tags: Germany