#বার্লিন: বছর মাত্র ১০৷ এই বয়সেই সহপাঠিনীকে গণধর্ষণ করে ছেলেগুলি৷ কিন্তু এতই কম বয়স যে, প্রশাসন জানিয়ে দিল, এত কম বয়সে ধর্ষণের মামলা নেওয়ার দরকার নেই৷ ঘটনাটি ঘটেছে জার্মানির বার্লিনে৷
বার্লিন একটি স্কুলে ৩৮ জন ছাত্র-ছাত্রী একটি স্কুল ট্রিপে গিয়েছিল৷ নর্দওয়েস্টাকারমার্কে একটি প্রাচীন দুর্গে৷ সব ছাত্র-ছাত্রীই খুব মজা করছিল৷ কিন্তু দিনের শেষে সব মজা শেষ হয়ে যায় ১০ বছর বয়সি তিন জন আফগান ও সিরিয়ান ছাত্রের কীর্তিতে৷ তাদেরই সহপাঠিনীকে তারা জোর করে নিয়ে যায় দুর্গের এক কোণে৷ ছাত্রীটি জানিয়েছে, ৩ জনেই বলে, 'তোমার শরীরটাকে এখন আমরা উপভোগ করব৷' তারপরেই তিনজনে গণধর্ষণ করে ছাত্রীটিকে৷
ছাত্রীটি এই ঘটনার পর কাউকে ভয়ে কিছু বলতে পারেনি৷ পরে সে স্কুলেরই এক কর্মীকে ঘটনাটি বলে৷ জানাজানি হতেই, তিন ছাত্রের মা-বাবাকে খবর দেয় স্কুল কর্তৃপক্ষ৷ আদালতে মামলা উঠলে, বিচারক জানান, এত কম বয়সে ধর্ষণের মামলা চালানোর আইন নেই৷ তাই মামলাটি খারিজ করা হয়৷
জার্মানিতে যখন রিফিউজি বিরোধিতা তুঙ্গে, তখন এই ঘটনাটি হিংসার পারদ আরও চড়ালো বলেই মনে করা হচ্ছে৷
দেখুন আরও ভিডিয়ো: সোনারপুরে ছাত্রীকে ধর্ষণ করে কুপিয়ে...
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Gang Rape, Germany, Juvenile Act, গণধর্ষণ, জার্মানি, ধর্ষক, নাবালক ধর্ষক