#ফ্রান্স: করোনায় আক্রান্ত হলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাকরন। ফ্রান্সের রাষ্ট্রপতি ভবন থেকে সেই কথা বৃহস্পতিবার জানান হয়েছে। ম্যাকরন এই মুহূর্তে সাত দিনের জন্য কোয়ার্যান্টাইন রয়েছেন।
ফ্রান্সের একজন শীর্ষ আধিকারিক এই দিন বলেছেন , "করোনা আরোগ্যের লক্ষণগুলি দেখা দেওয়ার পরেই তাঁকে কোভিড টেস্ট করানো হয়। পরীক্ষার ফল ইতিবাচক আসার পরে ম্যাকরন আগামী সাত দিনের জন্য আলাদা থাকার সিদ্ধান্ত নেন। ম্যাকরনের এখনও পর্যন্ত সেরকম শারীরিক অবনতি ঘটেনি। তবে এই মুহূর্তেই তিনি কাজ থেকে বিরতি নিচ্ছেন না। দূর থেকেই তিনি সমস্ত কাজ সামলাবেন"।
বুধবার ম্যাকরন ফ্রান্সের প্রধানমন্ত্রী জঁ ক্যাসেক্স এবং অন্যান্য মন্ত্রীদের নিয়ে একটি সাপ্তাহিক বৈঠক করেছিলেন। ম্যাকরনের রিপোর্ট পসিটিভ আসার পরে প্রধানমন্ত্রী জঁ নিজেকে আইসোলেট করে রাখবেন বলে জানিয়েছেন।