Home /News /international /
মুরগির ডিমে তা দিয়ে বাচ্চার জন্ম দেবেন ইনি!

মুরগির ডিমে তা দিয়ে বাচ্চার জন্ম দেবেন ইনি!

Picture Courtesy AFP

Picture Courtesy AFP

এমন অদ্ভুত কাণ্ড এর আগে কেউ কখনও শোনেননি ৷ এবার মুরগির ছানার জন্ম দেবে মানুষ ৷

 • Share this:

  #প্যারিস: এমন অদ্ভুত কাণ্ড এর আগে কেউ কখনও শোনেননি ৷ এবার মুরগির ছানার জন্ম দেবে মানুষ ৷ ফ্রেঞ্চ আর্টিস্ট আব্রাহাম পাঞ্চশেবল এমনই অসাধ্য সাধন করার ব্রত নিয়েছেন ৷

  পুরুষদের বাচ্চা জন্ম দেওয়ার খবরে এখনও চমকে ওঠেন সাধারণ মানুষ ৷ যদিও বিজ্ঞানের উন্নতির সৌজন্যে এখন এমন ঘটনা আর সম্ভব নয় ৷ কিন্তু এবার মুরগির ডিমে তা দিয়ে মুরগির ছানার জন্ম দিতে চান এই খামখেয়ালি ফরাসি শিল্পী ৷

  একসঙ্গে এক ডজন অর্থাৎ ১২ টি মুরগির বাচ্চার জন্ম দেওয়ার কাজে লেগে পড়েছেন আব্রাহাম ৷ বুধবার থেকে ১২ টন লাইমস্টোন বোল্ডারের বানানো ছোট্ট কুঠুরির মধ্যে বসে ১২টি মুরগির ডিমে তা দিতে শুরু করেছেন এই ফরাসি শিল্পী ৷ শরীরের উত্তাপে ডিমগুলি ফুটে মুরগির ছানা না বেরনো অবধি ওইভাবেই থাকবেন আব্রাহাম ৷

  গত একমাস ধরে পাথরের ওই কুঠুরির মধ্যে থেকে নিজেকে প্রস্তুত করেছেন আব্রাহাম ৷ তিনি জানিয়েছেন, ডিম থেকে বাচ্চা ফুটে বেরোতে কমপক্ষে তিন থেকে চার সপ্তাহ লাগবে ৷ এই দীর্ঘ সময় শুধু জল আর সামান্য ফল খেয়েই কাটাবেন আব্রাহাম ৷

  কোয়ার্টাজের রিপোর্ট অনুযায়ী, ১২ টন লাইমস্টোনের ওই এয়ারটাইট কুঠুরির মধ্যে তৈরি করা হয়েছে বিশেষ বাথরুম ৷ হাওয়া চলাচলের জন্য রয়েছে ছোট ছোট ঘুলঘুলি ৷ শরীরের উষ্ণতা মাপার জন্য আব্রাহামের শরীরের সঙ্গে একটি হিট মনিটর লাগাবার ব্যবস্থাও রয়েছে ৷ যে কোনও আপৎকালীন পরিস্থিতিতে খবর দেওয়ার জন্য থাকবে একটি ফোনও ৷

  এই পাথরের কুঠুরির মধ্যে থাকা এই পারফর্মমেন্সের নাম আব্রাহাম রেখেছেন ‘স্টোন’ ৷ অন্যদিকে, মুরগির ডিমে থেকে বাচ্চার জন্ম দেওয়ার এই পরীক্ষামূলক অধ্যায়ের নাম রেখেছেন ‘এগ ৷’

  ফ্রেঞ্চ আর্টিস্ট আব্রাহাম পাঞ্চশেবলের এমন অদ্ভুত প্রচেষ্টা এই প্রথমবার নয় ৷ এর আগে মৃত ভাল্লুকের পেটের ভিতর, প্লাস্টিকের বোতলের ভিতর একমাস থেকে নজির স্থাপন করেছেন এই ফরাসি শিল্পী ৷

  First published:

  Tags: Abraham Poincheval, French performance artist, Hatches plan to sit on 12 eggs

  পরবর্তী খবর