Home /News /international /
শুধু মানুষ নয়, এবার করোনা আক্রান্ত হচ্ছে সিংহও, চিড়িয়াখানায় আতঙ্ক

শুধু মানুষ নয়, এবার করোনা আক্রান্ত হচ্ছে সিংহও, চিড়িয়াখানায় আতঙ্ক

প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

প্রসঙ্গত, ওই চিড়িয়াখানার তিনজন কর্মচারী করোনা আক্রান্ত হয়েছেন এ পর্যন্ত। কী ভাবে সিংহগুলির মধ্যে সংক্রমণ ছড়ালো তা খতিয়ে দেখা হচ্ছে।

  • Last Updated :
  • Share this:

#বার্সেলোনা: শুধু মানুষ নয়, পশুর শরীরেও থাবা বসাচ্ছে করোনা। প্রমাণ মিলল বার্সেলোনার এক চিড়িয়াখানায়। সেখানে চার সিংহের দেহে করোনা ভাইরাস থাবা বসিয়েছে। এই ঘটনার মধ্যে দিয়ে দ্বিতীয় বার মার্জার প্রজাতির মধ্যে কোভিড সংক্রমণ করা গেল।

আক্রান্ত হওয়া সিংহগুলির মধ্য়ে তিনটি মেয়ে। তাদের নাম জালা, নিমা ও রানরান। পুরুষ সিংহটির নাম কিউম্বে। তাদের শরীরে করোনার নানা উপসর্গ দেখা দিতেই পরীক্ষা করার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ, পরীক্ষা করতেই দেখা যায় নোভেল করোনা রয়েছে তাঁদের শরীরে।

প্রসঙ্গত, ওই চিড়িয়াখানার তিনজন কর্মচারী করোনা আক্রান্ত হয়েছেন এ পর্যন্ত। কী ভাবে সিংহগুলির মধ্যে সংক্রমণ ছড়ালো তা খতিয়ে দেখা হচ্ছে।

মানুষের মতোই সিংহগুলির থেকে স্যালাইভা বা লালারস সংগ্রহ করা হয়েছিল করোনা পরীক্ষার জন্য। এখন পরবর্তী পদক্ষেপগুলি কী হবে তা বুঝতে ওই চিড়িয়াখানা কর্তৃপক্ষ নিউইয়র্কের ব্রঙ্কস চিড়িয়াখানার সঙ্গে যোগাযোগ করেছে। সেখানে এপ্রিল মাসে চারটি বাঘ করোনা আক্রান্ত হয়েছিল। চিড়িয়াখানার দরজা কি বন্ধ করতে হবে সাধারণ মানুষের জন্য, এখন এই নিয়েই দোলাচলে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

Published by:Arka Deb
First published:

Tags: COVID-19, Lion