• Home
 • »
 • News
 • »
 • international
 • »
 • 'ফরাসিদের খুন করার অধিকার রয়েছে মুসলিমদের' হত্যার সমর্থনে এ কী বললেন প্রাক্তন মালয়েশিয় প্রধানমন্ত্রী

'ফরাসিদের খুন করার অধিকার রয়েছে মুসলিমদের' হত্যার সমর্থনে এ কী বললেন প্রাক্তন মালয়েশিয় প্রধানমন্ত্রী

প্রাক্তন মালয়েশিয় প্রধানমন্ত্রী মহাথির মহম্মদ।

প্রাক্তন মালয়েশিয় প্রধানমন্ত্রী মহাথির মহম্মদ।

তাঁর এই হিংসাত্মক ট্যুইটটি ইতিমধ্যেই সরিয়েছে ট্যুইটার কর্তৃপক্ষ। নেটদুনিয়াতেও তিনি প্রবল সমালোচনার মুখে পড়েছেন।

 • Share this:

  ফরাসিদের হত্যা করার অধিকার রয়েছে মুসলিম সমাজের, এই ধরনের বিতর্কিত মন্তব্য করে সংবাদ শিরোনামে মালয়েশিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী মহাথির মহম্মদ। বৃহস্পতিবার ফ্রান্সের নাইস অঞ্চলে চার্চের বাইরে ঘটে যাওয়া বীভৎস হত্যাকাণ্ডের সমর্থনে ইতিহাস টেনে প্রাক্তন মালয়েশিয় প্রধানমন্ত্রী বলছেন লক্ষ লক্ষ ফরাসিদের মারা অধিকার রয়েছে মুসলিমদের। তাঁর এই হিংসাত্মক ট্যুইটটি ইতিমধ্যেই সরিয়েছে ট্যুইটার কর্তৃপক্ষ। নেটদুনিয়াতেও তিনি প্রবল সমালোচনার মুখে পড়েছেন।

  মহাথিরের এই বিষয়ে সমস্ত ট্যুইটগুলিই শুরু হয়েছে রেসপেক্ট শব্দটি দিয়ে। মহাথির বলেন ফরাসি শিক্ষক হত্যার ঘটনাটি তুলে এনে বলেন, হত্যাকারী এই কাজ করতে বাধ্য হয়েছিলেন কারণ ওই শিক্ষক মহম্মদের ছবি ক্লাসে তুলে ধরেছিল। এই ঘটনা তাকে রাগিয়ে দেয়। তাঁর মত, ফরাসিদের উচিত অন্যের ধর্মকে সম্মান করা।

  বৃহস্পতিবার ফ্রান্সের নিসে নৃশংস হামলা নেমে আসে! ঐতিহাসিক নতর দাম গির্জার কাছে গলা কেটে খুন করা হয় তিনজনকে! নিসের মেয়র ক্রিস্টিয়ান এসট্রোসি এই নৃশংস হিংসার ঘটনাকে সন্ত্রাসবাদী হামলার আখ্যা দেন। গোটা বিশ্ব এই হানার নিন্দায় সরব হয়ে ওঠে। ফরাসি সরকারের তরফে শহরবাসীকে অনুরোধ করা হয়েছে শহরের যেখানে জঙ্গিরা হমলা চলেছে, সেই স্থান এড়িয়ে চলতে।

  ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রন ইসলাম প্রসঙ্গে বিতর্কিত মন্তব্য করার পরই এই ঘটনা ঘটে।

  Published by:Arka Deb
  First published: