হোম /খবর /বিদেশ /
রাশিয়া সফরে বিদেশ সচিব হর্ষ বর্ধন, ভারতীয় দূতাবাসের ভিডিও ট্যুইট

রাশিয়া সফরে বিদেশ সচিব হর্ষ বর্ধন, ভারতীয় দূতাবাসের ভিডিও ট্যুইট

Foreign Secretary Harsh Vardhan Shringla Arrives In Russia For 2 Day Visit

Foreign Secretary Harsh Vardhan Shringla Arrives In Russia For 2 Day Visit

২ দিনের রাশিয়া সফরে এসেছেন বিদেশ সচিব হর্ষ বর্ধন শ্রিংলা (Harsh Vardhan Shringla)৷ ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin) দেশের শীর্ষ স্থানীয় আধিকারিকদের সঙ্গে আলোচনায় বসবেন তিনি৷

  • Last Updated :
  • Share this:

#মস্কো: ২ দিনের রাশিয়া সফরে এসেছেন বিদেশ সচিব হর্ষ বর্ধন শ্রিংলা (Harsh Vardhan Shringla)৷ ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin) দেশের শীর্ষ স্থানীয় আধিকারিকদের সঙ্গে আলোচনায় বসবেন তিনি৷ হর্ষ বর্ধন কথা বলবেন ইন্দো-রুশ কৌশলগত অংশিদারি (India-Russia special and privileged strategic partnership) নিয়ে৷

আলোচনায় উঠে আসবে আঞ্চলিক ও আন্তর্জাতিক সমস্যাগুলিও৷ হর্ষ বর্ধনের চলতি বছরের এটাই প্রথম বিদেশ সফর৷ হর্ষ বর্ধনের চলতি বছরের এটাই প্রথম বিদেশ সফর৷ রাশিয়ার রাজধানী মস্কোতে পৌঁছে গিয়েছেন তিনি৷ রাশিয়ায় অবস্থিত ভারতীয় দূতাবাস থেকে একটি ট্যুইট করা হয়৷ সেখানে হর্ষ বর্ধনের রুশ দেশে পৌঁছানোর খবরের পাশাপাশি জানিয়ে দেওয়া হয় যে, ২ দিনের সফরে এসেছেন তিনি৷

ভিডিও-তে ভারতের বিদেশ সচিব বলেন, "অসাধারণ মস্কো শহরে এসে আমি খুবই খুশি হয়েছি৷ নতুন বছরে এটাই আমার প্রথম বিদেশ সফর৷ রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্কের গুরুত্ব বোঝাতেই আমি করোনা কালেও ভ্রমণ করছি৷ আমি রাশিয়ার ডেপুটি বিদেশমন্ত্রী ইগোর মোরগুলভের সঙ্গে সাক্ষাতের জন্য মুখিয়ে আছি৷ আমি নিশ্চিত কার্যকর এবং ফলপ্রসূ আলোচনা হবে আমাদের৷ আমি শিক্ষাবিদ ও মিডিয়ার কর্মীদের সঙ্গে দেখা করে রাশিয়ার সংস্কৃতির অভিজ্ঞতা অর্জন করব৷ সব মিলিয়ে দেখতে গেলে এটাই বলতে চাই যে, এমনিই ভারত-রাশিয়ার সম্পর্ক ভীষণ প্রাণবন্ত৷ ইন্দো-রুশ কৌশলগত অংশিদারিও অত্যন্ত মজবুত৷ এবার দেখার এই সম্পর্ক আরও কত'টা গতিশীল করা যায়৷"

Published by:Subhapam Saha
First published: