#নয়াদিল্লি: প্রেম করেছি, বেশ করেছি৷ এটা তো বলতেই পারেন যে কোনও প্রেমিক বা প্রেমিকা৷ তবে এভাবে প্রেম! এক প্রেমিকাকে বোকা বানিয়ে, তাঁরই মূল্যবান আংটি দিয়ে অন্য প্রেমিকাকে প্রেম নিবেদন করলেন যুবক! প্রথম প্রেমিকার হাতের সুন্দর একটি গয়না এবং বাগদানের আংটি নিয়ে অন্য প্রেমিকার কাছে উপস্থিত হলেন ফ্লোরিডার যুবক৷ তাঁর নাম জোসেফ ডাভিস, বয়স ৪৮৷ তাঁকে এই মুহূর্তে খুঁজছে পুলিশ৷
ঘটনা ফ্লোরিডার অরেঞ্জ সিটির৷ এই বিষয়টি নজরে আসে বছরের গোড়াতে৷ পুলিশে অভিযোগ জানান জোসেফের প্রথম প্রেমিকা৷ তিনি জানতে পারেন যে, তাঁর প্রমিক অন্য কোনও সম্পর্কে জড়িয়েছেন এবং সেই মহিলার সঙ্গে বাগদান পর্যন্ত হয়ে গিয়েছে! এই উপলব্ধিতে হয়ত তিনি খুব ভেঙে পড়তেন বা প্রেমিকের ওপর বেজায় খেপে যেতেন, তবে তিনি আবিষ্কার করলেন যে, তাঁর হাতের আংটিই পরেছেন অন্য মহিলা! তখনই তিনি পুলিশে যোগাযোগ করেন এবং অভিযোগ দায়ের করেন৷
প্রমিকের ফেসবুকে পোস্ট হওয়া ছবি থেকে তিনি লক্ষ্য করেন যে এক মহিলার হাতে রয়েছে হুবহু তাঁর মতো আংটি! তখনই তাঁর সন্দেহ হয়৷ কারণ একই আংটি তিনি আগের বিয়েতে পয়েছিলেন৷ যদিও সেই বিয়ে ভেঙেছে এবং এই প্রেমে পড়েছিলেন তিনি৷ তাই প্রেমিক জোসেফের কাছে নিজের সব গয়না দেখিয়েছিলেন মহিলা৷ আশা ছিল জোসেফও তাঁকে এমনই একটি সুন্দর ও দামী গয়না দিয়ে বিয়ের প্রতিশ্রুতি দেবেন৷ তবে সে সব আশা চুরমার তো হলই, উল্টে খোয়া গেল তাঁর নিজস্ব গয়না৷ প্রমিকই চুরি করল! ছবি দেখেই নিজের গয়নার বাক্স খুলে বসেন মহিলা৷ দেখেন সত্যিই সেই বাক্সে নেই আংটি ও হাতের ব্যান্ড! তখনই ঘটনাটি বুঝতে তাঁর আর সময় লাগে না৷ একদিকে প্রেমিকের ঠকানোর দুঃখ, অন্যদিনে সেই প্রেমিক চোরের কাণ্ডে রেগে পুলিশে অভিযোগ জানান তিনি! পুলিশে তিনি জানান যে চুরি যাওয়ার গয়নার মধ্যে ছিল তাঁর দিদার উপহার দেওয়া একটি গয়নাও, যার দাম ৬২৭০ ডলার৷ ভারতীয় অর্থের মূল্যে যা সাড়ে ৪ লক্ষ টাকা! তবে শুধু গয়না নয়, আরও অনেক জিনিসই তাঁর থেকে চুরি করেছেন জোফেস, এমনই অভিযোগ৷
তবে প্রেমিকের কাছ থেকে কিছু জিনিস তিনি উদ্ধার করতে পেরেছেন এবং প্রেমও ভেঙেছে৷ পুলিশ জানিয়েছে যে, জোফেসর আরও অনেক গুলি নাম ছড়িয়ে রয়েছে বাজারে৷ যেমন জো ব্রাউন বা মার্কাস ব্রাউন৷ তিনি যে একজন ঠগ, তা আর বুঝতে কারও বাকি নেই৷ তবে গল্প এখানেই শেষ হচ্ছে না৷ যে প্রেমিকার থেকে গয়না চুরি করেছে জোসেফ, সেই মহিলার অনুপস্থিতিতে তাঁর বাড়িতে অন্য সঙ্গীকে নিয়ে আসে সে৷ জানায় যে এটা তারই বাড়ি এবং সেখানে ওই সঙ্গীকে রেখে চম্পট দেয় সে! মজার কথা হল, এই ব্যক্তি নিজের হাতে ট্যাটু করিয়েছেন, যাতে লেখা শুধুমাত্র ভগবানই আমার বিচার করবেন!
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Love, Valentines day