Home /News /international /
লুকোচুরি খেলতে সুটকেসে ঢুকলেন প্রেমিক, চেন টেনে সুটকেস আটকালেন প্রেমিকা ! এরপর...

লুকোচুরি খেলতে সুটকেসে ঢুকলেন প্রেমিক, চেন টেনে সুটকেস আটকালেন প্রেমিকা ! এরপর...

representative image

representative image

প্রেমিককে সুটকেসে ভরে চেন টেন দিলেন প্রেমিকা

 • Share this:

  #ফ্লোরিডা:  প্রেমিক-প্রেমিকা নাকি লুকোচুরি খেলছেন... লুকোনোর জায়গা হিসেবে প্রেমিক বেছে নিলেন সুটকেস... আর সেখানে ঢুকতেই প্রেমিকা টেনে দিলেন চেন! সুটকেসর ভিতর বন্দি আবস্থাতেই মৃত্যু প্রেমিকের! মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ! একই সঙ্গে অদ্ভুত এবং মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ফ্লোরিডায়। সেখানকার বাসিন্দা বছর ৪২-এর সারা বোনে এবং জর্জ টোরেসের সম্পর্ক বহুদিনের! তাঁরা দসময় পেলেই একে অন্যের সঙ্গে নানা সুন্দর মুহূর্তে কাটান! তেমনই একদিন একসঙ্গে মদ্যপান করছিলেন সারা এবং জর্জ। মদ্যপ অবস্থায় আচমকা দু'জনের মাথায় চাড়া দেয় লুকোচুরি খেলার কথা। যেমন ভাবা তেমন কাজ... প্রেমিকার সঙ্গে লুকোচুরি খেলা শুরু করেই সুটকেসে ঢুকে পড়েন জর্জ, সারা ভাল করে সুটকেসের চেন আটকে দিয়ে খাটে উঠে পড়েন! এরপর নেশার ঘোরে নাকি তাঁর মাথাতে আর কিছুই ছিল না! সব ভুলে ঘুমিয়ে পড়েন প্রেমিকা! এদিকে সুটকেসের ভিতর বন্দি প্রেমিক! বেরিয়ে আসার কোনও উপায় নেই! শ্বাসরোধ হয়ে মৃত্যু হয় জর্জের!

  পরেরদিন ঘুম ভাঙতেই সুটকেসের চেন খোলেন সারা। দেখেন সুটকেসের ভিতরে জর্জের মৃতদেহ । নিজেই পুলিশকে ফোন করেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। সারাকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করা হয়েছে।

  Published by:Rukmini Mazumder
  First published:

  Tags: Lover suitcase death

  পরবর্তী খবর