Home /News /international /
করোনা আক্রান্ত হয়ে ৩২ দিন কোমায়, অবশেষে যুদ্ধজয় করে ফিরল ৫ মাসের শিশু

করোনা আক্রান্ত হয়ে ৩২ দিন কোমায়, অবশেষে যুদ্ধজয় করে ফিরল ৫ মাসের শিশু

অভিজিৎ নামে ওই শিশুটির একজন বড় দিদি থাকলেও তাঁর এইচএলএ থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুটির সঙ্গে মেলেনি৷ এর পরেই একটি আইভিএফ ফার্টিলিটি সেন্টারের দ্বারস্থ হন শিশুটির বাবা৷ representative image

অভিজিৎ নামে ওই শিশুটির একজন বড় দিদি থাকলেও তাঁর এইচএলএ থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুটির সঙ্গে মেলেনি৷ এর পরেই একটি আইভিএফ ফার্টিলিটি সেন্টারের দ্বারস্থ হন শিশুটির বাবা৷ representative image

৫ মাসের খুদেকেও ছাড়ল না করোনা ভাইরাস। মারণ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রায় এক মাস কোমায় থাকল দুধের শিশু। কিন্তু ওইটুকু প্রাণেও শক্তি অফুরন্ত, ফিরে এল যুদ্ধজয় করে

  • Last Updated :
  • Share this:

#সাঁও পাওলো, ব্রাজিল: ৫ মাসের খুদেকেও ছাড়ল না করোনা ভাইরাস। মারণ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রায় এক মাস কোমায় থাকল দুধের শিশু। কিন্তু ওইটুকু প্রাণেও শক্তি অফুরন্ত, ফিরে এল যুদ্ধজয় করে। মা-বাবার সঙ্গে বাড়ি ফিরল ব্রাজিলের রিও ডি জেনিরোর বাসিন্দা ছোট্ট ডম, ৬ মাসের জন্মদিনের ঠিক আগেই।

জন্মের কিছুদিনের মধ্যেই করোনা আক্রান্ত হয় সদ্যোজাত ডম। ভর্তি করা হয় শহরের প্রি-কার্ডিকো হাসপাতালে। টানা ৫৪ দিন হাসপাতালে চলে চিকিৎসা, এরমধ্যে ৩২ দিন ডম ছিল ইনডিউসড কোমায়। চলছিল ভেন্টিলেটর। ডমের বাবা ওয়্যাগনার অ্যান্ড্রেড জানান, '' নিশ্বাসে কষ্ট হচ্ছিল, চিকিৎসকেরা ভাবেন হয়তো কোনও ব্যাকটেরিয়া সংক্রমণ ঘটেছে। কিন্তু ওষুধ কাজ করছিল না, ক্রমশ শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। এরপরই আমি ও আমার স্ত্রী সিদ্ধান্ত নেই অন্য হাসপাতালে নিয়ে যাওয়ার। সেখানে ওর করোনা পরীক্ষা করা হয়। রিপোর্ট পজিটিভ আসে।''

কীভাবে ওই দুধের শিশু করোনা আক্তান্ত হল, তা অবশ্য নিশ্চিত করে জানা যায়নি। ডমের বাবার আশঙ্কা, এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার পরই হয়তো সংক্রমণ হয়।আপাতত সুস্থ আছে ডম। ১৪ জুন তার ৬ মাসের জন্মদিন, ঈশ্বর যেন নতুন জীবন উপহার দিল! বাড়ি জুড়ে উৎসবের মেজাজ, ডমের মা-বাবা জানান 'ভার্চুয়ালি' সমস্ত কাছের মানুষদের উপস্থিতিতে জন্মদিন পালন হবে।

উল্লেখ্য, ব্রাজিলে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে ১৯টি মৃত্যু ঘটেছে।  প্রতিটি শিশুর বয়স ১২ মাসের মধ্যে।

Published by:Rukmini Mazumder
First published:

Tags: Brazilian child corona