• Home
 • »
 • News
 • »
 • international
 • »
 • মর্মান্তিক! ফ্রান্সের আল্পসে ভেঙে পড়ল হেলিকপ্টার! মৃত্যু ৫ জনের

মর্মান্তিক! ফ্রান্সের আল্পসে ভেঙে পড়ল হেলিকপ্টার! মৃত্যু ৫ জনের

Photo Courtesy: Sky News

Photo Courtesy: Sky News

বিশেষ প্রশিক্ষণের জন্য তাঁদের ওই দুর্গম অঞ্চলে নিয়ে যাওয়া হয়েছিল ৷ কিন্তু ট্রেনিং সেশনেই বিপত্তি ৷ ভেঙে পড়ে কপ্টারটি ৷

 • Share this:

  Photo Courtesy: Sky News

  #প্যারিস: ফ্রান্সের আল্পস পর্বতাঞ্চলে মর্মান্তিক দুর্ঘটনা ৷ ভেঙে পড়ল হেলিকপ্টার ৷ মৃত্যু হল ৫ জনের ৷ একজন বেঁচে গেলেও তাঁর অবস্থা আশঙ্কাজনক ৷ গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়েছে ৷ স্থানীয় প্রশাসন সূত্রে খবর, মঙ্গলবার ফ্রেঞ্চ আল্পসের সাভোয়া অঞ্চলের কাছে প্রায় ৫৯০৫ ফুট উচ্চতা থেকে ভেঙে পড়ে হেলিকপ্টারটি ৷ হেলিকপ্টারে থাকা ৬ জন সদস্যই একটি উদ্ধারকারী দলের সদস্য ৷ তাঁদের এই মর্মান্তিক পরিণতি অত্যন্ত দুঃখজনক ৷

  বিশেষ প্রশিক্ষণের জন্য তাঁদের ওই দুর্গম অঞ্চলে নিয়ে যাওয়া হয়েছিল ৷ কিন্তু ট্রেনিং সেশনেই বিপত্তি ৷ ভেঙে পড়ে কপ্টারটি ৷ একজন বেঁচে গেলেও সঙ্কটজনক অবস্থায় এখন হাসপাতালে ভর্তি তিনি ৷ একেবারে শেষ মুহূর্তে বিপদবার্তা দিতে সফল হন ৷ না হলে হয়তো আল্পসের দুর্গম অঞ্চলে ভেঙে পড়া হেলিকপ্টারটি খুঁজে বের করা আরও কঠিন হত ৷ প্রাথমিক ভাবে প্রশাসন মনে করছে খারাপ আবহাওয়ার কারণে দুর্ঘটনা ঘটে থাকতে পারে ৷ তবে ঠিক কী কারণে হেলিকপ্টারটি ভেঙে পড়ল, তা তদন্ত করে দেখা হচ্ছে ৷

  Published by:Siddhartha Sarkar
  First published: