হোম /খবর /বিদেশ /
মাছের পেটের ভিতর মিলল আস্ত একটা হুইস্কির বোতল! ভিডিও ভাইরাল

Whiskey bottle inside fish: মাছের পেটের ভিতর মিলল আস্ত একটা হুইস্কির বোতল! ভিডিও ভাইরাল

Photo: Screenshot/Youtube Video

Photo: Screenshot/Youtube Video

Unopened bottle of whisky inside fish: মাছের পেটে হুইস্কির বোতল পেয়েছেন এক মৎস্যজীবী। সেই বোতল আবার ছিল সিল করা। অর্থাৎ খোলা হয়নি।

  • Last Updated :
  • Share this:

মাছের পেটের ভিতর মিলল হুইস্কির আস্ত একটা বোতল ! হ্যাঁ, সেই বোতল আবার ছিল সিল করা ৷ এক মৎস্যজীবীর জালে আটকেছিল মাছটি ৷ তবে সেটির পেটের ভিতর থেকে যে একটা হুইস্কি ভরা বোতল বেরোবে, তা কেউ কল্পনাও করতে পারেননি ৷ এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই তা ব্যাপকভাবে ভাইরাল !

মাছের পেটে হুইস্কির বোতল পেয়েছেন এক মৎস্যজীবী। সেই বোতল আবার ছিল সিল করা। অর্থাৎ খোলা হয়নি। এমন মাছ জালে ওঠায় কার্যত দিন বদলে গিয়েছে ওই মৎস্যজীবীর। দু’জন মৎস্যজীবীর মধ্যে একজন মাছ জালে ওঠার পর সেগুলি কাটছিলেন ৷ তখনই একটি মাছের পেটের ভিতর থেকে বেরোয় ওই হুইস্কির বোতলটি ৷

কিন্তু মাছের পেটে কীভাবে হুইস্কির বোতল ঢুকল, তাও আবার সিল না খোলা বোতল, সেটা এখনও জানা সম্ভব হয়নি। মনে করা হচ্ছে কারোর হাত থেকেই জলে পড়ে গিয়েছিল সিল করা ওই মদের বোতল ৷ তারপর মাছটি বোতলটি গিলে ফেলায় পেটের ভিতরেই থেকে গিয়েছে হুইস্কির বোতলটি ৷

Published by:Siddhartha Sarkar
First published:

Tags: Fishermen