#কাবুল: আফগানিস্তানের (Afghanistan) মহিলাদের নিরাপত্তা নিয়ে সাবধান করলেন দেশের প্রথম মহিলা পাইলট নিলুফার রহমানি। সম্প্রতি আফগানিস্তান দখল করেছে তালিবানরা (Taliban)। আর তার পর থেকেই সেই দেশে মহিলাদের (Afghan women) নিরাপত্তা প্রশ্নের মুখে। এরই মধ্যে সমাজকর্মী তথা পাইলট নিলুফার বললেন যে, আফগানিস্তান আবার মহিলাদের বসবাসের জন্য আবার ভয়ঙ্কর হয়ে উঠেছে।
ইতিমধ্যেই হিংসার ঘটনা উঠে আসছে আফগানিস্তানে। বহু মানুষ ঘরছাড়া হয়েছে। রাষ্ট্রসঙ্ঘের শরণার্থী এজেন্সি বলছে, মে মাসের শেষ থেকে যত জন দেশ ছেড়েছেন তাদের মধ্য়ে ৮০ শতাংশ মহিলা ও শিশু। আর এবার তালিবানি শাসন শুরু হওয়ায় অস্তিত্ব সঙ্কটে ভুগছেন মহিলারা। তাঁদের ভয়, আর হয়তো মহিলারা বাইরে বেরোতে পারবেন না কাজ করতে, কিশোরীরা স্কুলেও যেতে পারবে না। ১৯৯৬ থেকে ২০০১ এর স্মৃতি মনে পড়ে যাচ্ছে অনেকের। যখন রাস্তায় জনসমক্ষে মুখ না ঢাকার অপরাধে মহিলাদের মারধর করা হতো। সঙ্গে কোনও পুরুষ আত্মীয় না থাকলেও একই পরিণতি হতো মহিলাদের। কিন্তু তার পরে একটু একটু করে যেটুকুই স্বাধীনতা পেয়েছেন মহিলারা, তালিবানরা ফিরে আসার পরে তা আবার হারিয়ে ফেলার ভয় পাচ্ছেন তাঁরা।
যদিও তালিবান মুখপাত্রের দাবি, তারা মহিলাদের শিক্ষা অর্জন করতে দেবে। যদিও তালিবানদের কথা বিশ্বাস করতে পারছেন না অনেকেই। প্রথম মহিলা পাইলটেরও তালিবানদের এই প্রতিশ্রুতিতে বিশ্বাস নেই। তাঁর দাবি, এই তালিবানরা মহিলাদের খুব কষ্ট দেবে। নিলুফারকে কেরিয়ারে এগিয়ে যাওয়ায় উৎসাহ দিয়েছিল তাঁর পরিবার। আর তাই তাঁর পরিবার বার বার তালিবানদের নিশানায় এসেছে। বাধ্য হয়ে ২৯ বছরের পাইলট ২০১৫-তে দেশ ছেড়ে মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যান।
নিলুফার বলছেন, দুর্ভাগ্যবশত আমার পরিবার এখনও ওখানে রয়েছে। যখন থেকে আফগানিস্তানের অবস্থা শুনেছি তখন থেকে ঘুমোতে পারছি না। ওদের নিরাপত্তা নিয়ে খুব চিন্তায় আছি। তবে আফগান মহিলা হয়েও পাইলট হতে পেরে তিনি গর্বিত। আশা করছেন কেউ আফগান মহিলাদের শীঘ্রই উদ্ধার করবেন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Afghanistan